ঢাকা, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ৫ আশ্বিন ১৪৩২
জুলাই শহীদ: পরিচয় শনাক্তে ১১৪ জনের লাশ তোলার নির্দেশ
.jpg)
জুলাই গণঅভ্যুত্থানে নিহত এবং অজ্ঞাতনামা হিসেবে দাফন হওয়া ১১৪ জনের পরিচয় শনাক্ত করার জন্য তাদের লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ দিয়েছে আদালত। ডিএনএ পরীক্ষা ও ময়নাতদন্তের মাধ্যমে পরিচয় নিশ্চিত করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের জন্য এই আদেশ দেওয়া হয়েছে।
সোমবার (৪ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালত এই আদেশ দেন বলে নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ শামসুদ্দোহা সুমন।
এর আগে, মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাহিদুল ইসলাম লাশ উত্তোলনের জন্য আদালতে আবেদন করেন।
আবেদনে তিনি উল্লেখ করেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে নিহত হওয়া এই ১১৪ জনকে অজ্ঞাতনামা হিসেবে মোহাম্মদপুরের রায়েরবাজার কবরস্থানে দাফন করা হয়েছিল। শহীদদের পরিচয় শনাক্তকরণ এবং ভবিষ্যতের আইনি পদক্ষেপ গ্রহণের জন্য তাদের মরদেহ কবর থেকে উত্তোলন করা প্রয়োজন।
আবেদনে আরও বলা হয়, মরদেহগুলো উত্তোলনের পর ময়নাতদন্ত সম্পন্ন করে ও ডিএনএ নমুনা সংগ্রহ করে পরিচয় নিশ্চিত করা জরুরি। এরপর আইনি প্রক্রিয়া শেষে শনাক্তকৃতদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তরের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন এবং এই প্রক্রিয়া তত্ত্বাবধানের জন্য একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের নির্দেশ দেন। ১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধির ১৭৬(২) ধারা অনুযায়ী এই নিয়োগের জন্য ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- লাভেলোর শেয়ার কারসাজি: তিন বিও অ্যাকাউন্টের লেনদেন স্থগিত
- ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড কার্যকারিতায় বিএসইসির নতুন উদ্যোগ
- শেয়ারবাজারে ইতিহাস গড়লেন ‘ছাগল-কাণ্ডের’ সেই মতিউর
- শেয়ারবাজারে হঠাৎ দরপতন, নেপথ্যে এনবিআরের চিঠি
- একাদশে ভর্তি: চতুর্থ ধাপে আবেদনের সুযোগ
- শেয়ারবাজারে প্রতারণা ঠেকাতে মাঠে নামছে গোয়েন্দা সংস্থা
- ডিভিডেন্ড বৃদ্ধির আলোচনায় জ্বালানি খাতের ১১ কোম্পানি
- মালিকানায় পরিবর্তন আসছে ইয়াকিন পলিমারের
- বিনিয়োগকারীদের সচেতন করতে টিভি স্ক্রলে বিশেষ বার্তা
- ২৪ সেপ্টেম্বর ডুয়া’র প্রতিষ্ঠাবার্ষিকী, থাকবে নানা আয়োজন
- এক শেয়ারের জোরেই সবুজে ফিরল শেয়ারবাজার
- সিটি ব্যাংক পোর্টফোলিও ম্যানেজারের শেয়ার জালিয়াতি, তদন্তে বিএসইসি
- ডিভিডেন্ড দোলাচলে তথ্যপ্রযুক্তির ৮ কোম্পানির বিনিয়োগকারীরা
- সোনালী পেপারের কারসাজিতে জেনেক্স ইনফোসিসের পরিচালকদের জরিমানা
- চার কোম্পানির আর্থিক অনিয়মের দায়ে নিষিদ্ধ হচ্ছে ৬ নিরীক্ষা প্রতিষ্ঠান