ঢাকা, রবিবার, ৩ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২

জনসমাগম করতে ৩০ লাখ টাকার ট্রেন ভাড়া করেছে সরকার

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ আগস্ট ০৩ ২১:২৬:৪০
জনসমাগম করতে ৩০ লাখ টাকার ট্রেন ভাড়া করেছে সরকার

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আলোচিত ‘জুলাই ঘোষণাপত্র’ উপস্থাপন উপলক্ষে সারাদেশ থেকে ছাত্র-জনতার সমাগম ঘটাতে আট জোড়া বিশেষ ট্রেন ভাড়া করেছে সরকার। এই আট জোড়া ট্রেনের জন্য সরকারের ব্যয় হবে প্রায় ৩০ লাখ ৪৬ হাজার টাকা।

আগামী মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় জাতীয় সংসদ ভবনের সামনে এই ঘোষণাপত্র পাঠের কর্মসূচি রয়েছে। এই অনুষ্ঠানে লোক সমাগম নিশ্চিত করতেই এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

রেলপথ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ‘জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর’-এর অনুরোধে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ট্রেন ভাড়া করার জন্য রেলপথ মন্ত্রণালয়কে চিঠি দেয়। এর পরিপ্রেক্ষিতে রেলপথ মন্ত্রণালয় দ্রুত আটটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করে, যার ভাড়া মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় পরিশোধ করবে।

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ঘোষণাপত্রটি পাঠ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

দেশজুড়ে চলবে বিশেষ ট্রেন:

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর, গাজীপুরের জয়দেবপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী এবং ফরিদপুরের ভাঙা থেকে ট্রেনগুলো ঢাকার উদ্দেশে ছাড়বে। ট্রেনগুলোকে ৫ আগস্ট দুপুর ২টা থেকে ৩টার মধ্যে ঢাকায় পৌঁছানোর নির্দেশনা দেওয়া হয়েছে। কর্মসূচি শেষে রাত ৮টা থেকে ৯টার মধ্যে ট্রেনগুলো আবার নিজ নিজ গন্তব্যে ফিরে যাবে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি ভাড়া নির্ধারিত হয়েছে রংপুর থেকে আসা ১৪ কোচের ট্রেনের জন্য, যার ভাড়া প্রায় সাড়ে ১০ লাখ টাকা। এরপরই রয়েছে চট্টগ্রাম থেকে আসা ১৬ কোচের ট্রেন, যার ভাড়া ৭ লাখ টাকার বেশি। এছাড়া রাজশাহী থেকে আসা ট্রেনের জন্য ৪ লাখ ৮৫ হাজার এবং সিলেট থেকে আসা ট্রেনের জন্য ৩ লাখ ২৩ হাজার টাকা ভাড়া ধরা হয়েছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত