ঢাকা, রবিবার, ৩ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২

জুলাইয়ের বিশ্বাসঘাতকদের প্রতিহত করতে হবে: ডা. তাহের

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ আগস্ট ০৩ ২১:১৬:০২
জুলাইয়ের বিশ্বাসঘাতকদের প্রতিহত করতে হবে: ডা. তাহের

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী ছাত্রশিবির আয়োজিত ‘ছাত্র-জনতার অভ্যুত্থান–২০২৪’ স্মৃতি লিখন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রদানকালে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন,"জুলাইয়ের সুফল ভোগকারীদের মাঝে বিশ্বাসঘাতকতার গন্ধ পাওয়া যাচ্ছে। এদের চিহ্নিত করে প্রতিরোধ করতে হবে।"

ডা.তাহের আরো বলেন, জুলাইয়ের প্রেরণা ও চেতনাকে নস্যাৎ করতে গভীর চক্রান্ত চলছে। সরকারকে সংস্কারমূলক পদক্ষেপ নিতে আহ্বান জানিয়ে বলেন, দুর্নীতি, অবিচার ও যেনতেন নির্বাচন থেকে দেশকে মুক্ত করতে হবে। তিনি তার বক্তব্যে হুঁশিয়ার করে বলেন, “বিশ্বাসঘাতকরাই সবচেয়ে বড় হুমকি।”

অনুষ্ঠানে শিবির সভাপতি জাহিদুল ইসলাম বলেন, "জুলাইয়ের চেতনা প্রজন্ম থেকে প্রজন্মে ধারণ করতে হবে।" শিবির সভাপতি , একবছরের গণহত্যার বিচার বিলম্বে উদ্বেগ প্রকাশ করেন। অনুষ্ঠানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন এবং ৫০ জন বিজয়ীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত