ঢাকা, রবিবার, ৩ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২

যে কারণে নতুন প্লে বাটন তৈরি করতে বাধ্য হয়েছে ইউটিউব

ডুয়া নিউজ- বিনোদন
২০২৫ আগস্ট ০৩ ১৭:৫৫:৩৫
যে কারণে নতুন প্লে বাটন তৈরি করতে বাধ্য হয়েছে ইউটিউব

ইউটিউবের ইতিহাসে প্রথমবারের মতো প্ল্যাটফর্মটি তার প্রচলিত পুরস্কারের কাঠামো ভেঙে একজন কনটেন্ট ক্রিয়েটরের জন্য সম্পূর্ণ নতুন ও বিশেষ একটি প্লে বাটন তৈরি করতে বাধ্য হয়েছে। আর এই অনন্য অর্জনের নেপথ্যে রয়েছেন জিমি ডোনাল্ডসন, যিনি বিশ্বজুড়ে 'মিস্টার বিস্ট' নামেই পরিচিত। সম্প্রতি তিনি ৪০০ মিলিয়ন (৪০ কোটি) সাবস্ক্রাইবারের অকল্পনীয় মাইলফলক স্পর্শ করায় ইউটিউব কর্তৃপক্ষ এই নজিরবিহীন পদক্ষেপ নেয়।

সাধারণত ইউটিউব তার ক্রিয়েটরদের জন্য নির্দিষ্ট সংখ্যক সাবস্ক্রাইবারের ভিত্তিতে সিলভার (১ লাখ), গোল্ড (১০ লাখ) বা ডায়মন্ড (১ কোটি) প্লে বাটন প্রদান করে থাকে। কিন্তু মিস্টার বিস্টের অর্জন এই সমস্ত স্তরকে ছাড়িয়ে যাওয়ায় তার জন্য তৈরি করা হয়েছে সম্পূর্ণ আলাদা ডিজাইনের একটি পুরস্কার। ধাতব ফ্রেমে ঘেরা এই পুরস্কারের মাঝে বসানো হয়েছে একটি উজ্জ্বল নীল রঙের রত্নখচিত অংশ। ইউটিউবের সিইও নীল মোহন ব্যক্তিগতভাবে এই সম্মাননা মিস্টার বিস্টের হাতে তুলে দেন, যা এই অর্জনের গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে।

সিইও নীল মোহন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, "তুমি এত দ্রুত বড় হচ্ছো যে তোমার জন্য আমাদের নতুন অ্যাওয়ার্ড বানাতে হলো!"

এই বিশেষ পুরস্কারের ছবি শেয়ার করে মিস্টার বিস্ট তার পোস্টে ইউটিউবকে ধন্যবাদ জানিয়েছেন। তবে, এই নতুন ডিজাইন নিয়ে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কিছু সমালোচক বলছেন, 'এটা তো আগের ১০ মিলিয়নের বাটনেরই একটি অনুলিপি, কেবল মাঝখানে একটি নীল পাথর বসানো হয়েছে।' অনেকেই ডিজাইনটিকে 'একঘেয়ে ও অনুপ্রেরণাহীন' বলে মন্তব্য করেছেন। তবে অনেকে আবার ধারণা করছেন, ওই নীল রত্নটি ল্যাপিস লাজুলি বা আজুরাইটের মতো দামী খনিজ হতে পারে।

এই মাইলফলক স্পর্শ করে মিস্টার বিস্ট তার দীর্ঘ যাত্রার কথা স্মরণ করেন। তিনি লেখেন, "দশ বছর আগে সবাই বলত আমি খুব বেশি 'অবসেসড'। আমি মাকে বলেছিলাম—আমি গৃহহীন থাকলেও ঠিক আছে, কিন্তু আমি অন্য কিছু করব না। আজ প্রতিদিন একটা উদ্দেশ্য নিয়ে ঘুম থেকে উঠি—এটাই জীবনের সবচেয়ে বড় উপহার।"

উল্লেখ্য, ২০২৫ সালের মে মাস নাগাদ মিস্টার বিস্টের সম্পদের পরিমাণ প্রায় ১ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে, যা তাকে ৩০ বছরের কম বয়সীদের মধ্যে বিশ্বের কনিষ্ঠতম স্ব-নির্মিত বিলিয়নিয়ারের খেতাব এনে দিয়েছে। তার কোম্পানি 'Beast Industries' এবং ইউটিউবের বাইরেও বার্গার চেইন, স্ন্যাকস ব্র্যান্ড ও দাতব্য প্রকল্পের মাধ্যমে তিনি বিশ্বের অন্যতম প্রভাবশালী অনলাইন উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

কমলোএলপি গ্যাসের দাম

কমলোএলপি গ্যাসের দাম

১২ কেজি এলপি গ্যাসের দাম কমেছে। ভোক্তাপর্যায়ে এ সিলিন্ডারের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২৭৩ টাকা, যা পূর্বের... বিস্তারিত