ঢাকা, শনিবার, ২ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

চাকরিচ্যুত ৫৪৭ কর্মকর্তার পুনর্বহালের আকুতি

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ আগস্ট ০২ ২১:০১:০৩
চাকরিচ্যুত ৫৪৭ কর্মকর্তার পুনর্বহালের আকুতি

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত ৫৪৭ জন কর্মকর্তা তাদের অবিলম্বে চাকরিতে পুনর্বহালের জোর দাবি জানিয়েছেন। শনিবার (২রা আগস্ট) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা এই দাবি তুলে ধরেন এবং এই গণছাঁটাইকে "বেআইনি ও অমানবিক" বলে আখ্যায়িত করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাতক্ষীরা শাখার ভুক্তভোগী কর্মকর্তা আরিফা খাতুন। তিনি বলেন, গত ২০ জুলাই একটি ই-মেইলের মাধ্যমে কোনো পূর্ব নোটিশ ছাড়াই দেশের বিভিন্ন শাখায় কর্মরত ৫৪৭ জন কর্মকর্তাকে একযোগে চাকরিচ্যুত করা হয়। তিনি জানান, চাকরিচ্যুতদের বেশিরভাগেরই চাকরিকাল তিন থেকে চার বছর এবং কর্মজীবনে তাদের বিরুদ্ধে কোনো ধরনের লিখিত বা মৌখিক অভিযোগ ছিল না।

আরিফা খাতুন বলেন, "শাখা ব্যবস্থাপকরা আমাদের কাজে সন্তুষ্ট ছিলেন। এরপরও মিথ্যা অজুহাতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের চাকরিচ্যুত করা হয়েছে, যা সম্পূর্ণ বেআইনি ও মানবিকতার পরিপন্থি।"

কক্সবাজার শাখার ভুক্তভোগী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান অভিযোগ করেন, মূল্যায়নের কথা বলে তাদের একটি পরীক্ষার সম্মুখীন করা হয়, যা প্রকৃতপক্ষে একটি নতুন নিয়োগ পরীক্ষার শামিল ছিল। তিনি বলেন, "পরীক্ষার হলে গিয়ে আমরা বুঝতে পারি এটা মূল্যায়ন নয়, বরং নতুন নিয়োগ পরীক্ষা। অথচ এ বিষয়ে আমাদের আগে থেকে কিছুই জানানো হয়নি।"

তিনি আরও প্রশ্ন তোলেন, "আমাদের নিয়োগপত্রে উল্লেখ ছিল, এক বছরের মধ্যে অযোগ্যতা প্রমাণিত হলে চাকরিচ্যুত করা যাবে। কিন্তু আমাদের অনেকের চাকরির বয়স দুই থেকে পাঁচ বছর। ব্যাংক কর্তৃপক্ষ এখন কীভাবে নিজেদের নিয়ম ভঙ্গ করে আমাদের চাকরিচ্যুত করলো?"

সংবাদ সম্মেলনে উপস্থিত ভুক্তভোগী কর্মকর্তারা তাদের এবং তাদের পরিবারের অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবে কান্নায় ভেঙে পড়েন। তারা তাদের ন্যায্য অধিকার ও মানবাধিকার প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রীর কার্যালয়, বাংলাদেশ ব্যাংক এবং সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত