ঢাকা, বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২
চাকরিচ্যুত ৫৪৭ কর্মকর্তার পুনর্বহালের আকুতি
আল-আরাফাহ ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত ৫৪৭ জন কর্মকর্তা তাদের অবিলম্বে চাকরিতে পুনর্বহালের জোর দাবি জানিয়েছেন। শনিবার (২রা আগস্ট) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা এই দাবি তুলে ধরেন এবং এই গণছাঁটাইকে "বেআইনি ও অমানবিক" বলে আখ্যায়িত করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাতক্ষীরা শাখার ভুক্তভোগী কর্মকর্তা আরিফা খাতুন। তিনি বলেন, গত ২০ জুলাই একটি ই-মেইলের মাধ্যমে কোনো পূর্ব নোটিশ ছাড়াই দেশের বিভিন্ন শাখায় কর্মরত ৫৪৭ জন কর্মকর্তাকে একযোগে চাকরিচ্যুত করা হয়। তিনি জানান, চাকরিচ্যুতদের বেশিরভাগেরই চাকরিকাল তিন থেকে চার বছর এবং কর্মজীবনে তাদের বিরুদ্ধে কোনো ধরনের লিখিত বা মৌখিক অভিযোগ ছিল না।
আরিফা খাতুন বলেন, "শাখা ব্যবস্থাপকরা আমাদের কাজে সন্তুষ্ট ছিলেন। এরপরও মিথ্যা অজুহাতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের চাকরিচ্যুত করা হয়েছে, যা সম্পূর্ণ বেআইনি ও মানবিকতার পরিপন্থি।"
কক্সবাজার শাখার ভুক্তভোগী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান অভিযোগ করেন, মূল্যায়নের কথা বলে তাদের একটি পরীক্ষার সম্মুখীন করা হয়, যা প্রকৃতপক্ষে একটি নতুন নিয়োগ পরীক্ষার শামিল ছিল। তিনি বলেন, "পরীক্ষার হলে গিয়ে আমরা বুঝতে পারি এটা মূল্যায়ন নয়, বরং নতুন নিয়োগ পরীক্ষা। অথচ এ বিষয়ে আমাদের আগে থেকে কিছুই জানানো হয়নি।"
তিনি আরও প্রশ্ন তোলেন, "আমাদের নিয়োগপত্রে উল্লেখ ছিল, এক বছরের মধ্যে অযোগ্যতা প্রমাণিত হলে চাকরিচ্যুত করা যাবে। কিন্তু আমাদের অনেকের চাকরির বয়স দুই থেকে পাঁচ বছর। ব্যাংক কর্তৃপক্ষ এখন কীভাবে নিজেদের নিয়ম ভঙ্গ করে আমাদের চাকরিচ্যুত করলো?"
সংবাদ সম্মেলনে উপস্থিত ভুক্তভোগী কর্মকর্তারা তাদের এবং তাদের পরিবারের অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবে কান্নায় ভেঙে পড়েন। তারা তাদের ন্যায্য অধিকার ও মানবাধিকার প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রীর কার্যালয়, বাংলাদেশ ব্যাংক এবং সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম ভারত: খেলাটি কবে, কোথায়, কখন-জানুন সময়সূচি
- নতুন মার্জিন নীতিতে কারা সুবিধা পাবেন, কারা হারাবেন?
- ভারত বনাম অস্ট্রেলিয়া: কবে, কখন, কোথায়-যেভবে দেখবেন সরাসরি(LIVE)
- শেয়ারবাজারই হতে পারে ওষুধ শিল্পের নতুন প্রাণশক্তি: ডিএসই চেয়ারম্যান
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)
- আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঝড়ো শুরু, সরাসরি দেখুন এখানে(LIVE)
- দুই বছর ডিভিডেন্ড না দেওয়ায় ‘জেড’ ক্যাটাগরিতে অবনমন
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: প্রথম দিনের খেলা শেষ, জানুন স্কোর
- ‘নো ডিভিডেন্ড’- এর বদনাম ঘুচাল বস্ত্র খাতের তিন কোম্পানি
- শিক্ষাবৃত্তি: প্রতি মাসে পাবে ৩ হাজার টাকা, আবেদন করবেন যেভাবে
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা
- বিএসইসির সাবেক চেয়ারম্যান খায়রুল হোসেনের বিরুদ্ধে দুদকের তদন্ত শুরু
- পাঁচ ব্যাংকের শেয়ার শূন্য ঘোষণা নিয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা
- পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা কী পাবেন? জানালেন গভর্নর