ঢাকা, শনিবার, ২ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

"সালমান শাহ ছিল আমার সন্তানতুল্য : ডলি জহুর

ডুয়া নিউজ- বিনোদন
২০২৫ আগস্ট ০২ ১৬:২৫:১৭
"সালমান শাহ ছিল আমার সন্তানতুল্য : ডলি জহুর

বাংলাদেশের মিডিয়া অঙ্গনের জীবন্ত কিংবদন্তি যাকে ডাকে তিনি হলে ডলি জহুর । এবারই প্রথমবারের মতো নিজ বাসভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক অন্তরঙ্গ আড্ডায় মিলিত হলেন তিনি। রাজধানীর উত্তরায় গত ৩০ জুলাই বিকেলে আয়োজিত এই ‘গল্প আড্ডা’ অনুষ্ঠানে তিনি তার অভিনয় জীবনের নানা অভিজ্ঞতা, স্মৃতি, সাফল্য ও কষ্টগুলো তুলে ধরেন।

১৯৯২ সালে মোস্তাফিজুর রহমান পরিচালিত এবং হুমায়ূন আহমেদের গল্পে নির্মিত শঙ্খনীল কারাগার সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই অভিনেত্রী পরে চলচ্চিত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে পেয়েছে । এছাড়াও দেশের অন্যতম সর্বোচ্চ সম্মান ‘একুশে পদক’ তিনি পেয়েছেন।

অনুষ্ঠানে ডলি জহুর স্মৃতিচারণ করেন নায়ক রাজ রাজ্জাক, আবুল হায়াত, মান্না ও সালমান শাহর সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে। সালমান শাহ সম্পর্কে তিনি বলেন, “সালমান আমাকে এমনভাবে আম্মু বলে ডাকতো যে আমার কাছে ওকে সন্তান ছাড়া অন্যকিছু মনে হয়নি কখনো। সবসময় মনে হতো, আমি যেন গর্ভধারণ করেছি ও অনেক ভালো মানুষ ছিল, অনেক বড় আত্মা ছিল ওর। মানুষকে খুব সম্মান করতো সে।”

এ সময় তিনি একটি অনেক পুরনো কষ্টের কথাও জানান—স্বামী অসুস্থ থাকার সময় চলচ্চিত্রের প্রযোজকদের কাছে পাওনা ৩৪ লাখ টাকার এক টাকাও তিনি পাননি। ডলি জহুর আরো বলেন, “স্বামীর ক্যানসার ধরা পড়ার পর আমি অনেকের কাছে টাকা চেয়েছি। কিন্তু কেউই কোনো সাহায্য করেননি তখন। কারো নাম বলবো না, অনেকেই এখন আর এই পৃথিবীতে নেই বা শারীরিকভাবে খুব অসুস্থ কেউ কেউ । তবে আমি বিশ্বাস করি, কেউ কারো টাকা মেরে দিয়ে ভালো থাকতে পারে না। উপরওয়ালা সব দেখেন, তার কাছে বিচার আছে।”

এই গল্প আড্ডার আয়োজন করে সাংবাদিক অভি মঈনুদ্দীন এবং সার্বিক সহযোগিতায় ছিলেন ‘হাওর জিন্স’-এর কর্ণধার মো. রমিনুল হক সায়াদ। অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে ডলি জহুর বলেন, “এমন একটা আড্ডা আরও আগে হওয়া উচিত ছিল। বহুদিন পর মনের অনেক না বলা কথা বলতে পেরে ভীষণ শান্তি লাগছে।”

প্রসঙ্গত, তিনি সম্প্রতি এসআর মজুমদারের পরিচালনায় একটি নাটকের কাজ শেষ করেছেন, যার শুটিং শেষ হয়েছে গত ২৯ জুলাই।

ডলি জহুর এখনো অভিনয়ের প্রতি তার ভালোবাসা, দেশ ও দেশের মানুষের প্রতি দায়িত্ববোধ থেকেই বাংলাদেশে থেকে কাজ করে যাচ্ছেন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত