ঢাকা, রবিবার, ২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২
‘সংসদে অবশ্যই শ্রমিকদের প্রতিনিধিত্ব থাকতে হবে’
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দিন পাটওয়ারী আহ্বান জানিয়ে বলেছেন সংসদে অবশ্যই শ্রমিকদের প্রতিনিধিত্ব থাকতে হবে। শ্রমিকদের সংসদে প্রতিনিধিত্ব ছাড়া জনগণের সত্যিকার প্রতিচ্ছবি তুলে ধরা সম্ভব নয় বলেও জানান তিনি।
শুক্রবার (১ আগস্ট) দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এনসিপির শ্রমিক উইং আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দিন পাটওয়ারী বলেন, শ্রমিকদের কাজের পরিবেশ, নিরাপত্তা এবং ন্যায্য মজুরি নিশ্চিত না করে বাংলাদেশ কখনোই একটি উন্নত রাষ্ট্রে পরিণত হতে পারবে না। সমাজের উৎপাদনশীল এই শ্রেণিকে অবহেলা করা যাবে না।
নাসীরউদ্দিন পাটওয়ারী বলেন, এই সরকারও শ্রমিকের বুকে গুলি চালিয়েছে। এই ঘটনা প্রমাণ করে, দেশের রাজনীতি এখনও শ্রমিকদের অধিকার ও নিরাপত্তার প্রতি সংবেদনশীল নয়।
পাটওয়ারী বলেন, গত কয়েক দশকে মালিক-শ্রমিক সম্পর্ককে পুঁজি করে কিছু দালাল শ্রেণি গড়ে উঠেছে। অভ্যুত্থানের পর দেখা যাচ্ছে, একটি দলের দুইজন প্রভাবশালী নেতা এখন বন্দর ও ট্রাকস্ট্যান্ড এলাকায় গডফাদার হিসেবে ঘুরে বেড়াচ্ছেন। এটি শ্রমিক রাজনীতিকে কলুষিত করছে এবং তাদের প্রকৃত দাবি-দাওয়াকে ছায়ায় ফেলে দিচ্ছে।
তিনি আরও বলেন, আজ আমাদের শ্রমিক উইংয়ে নতুন করে ৯২ জন সদস্য যোগ দিয়েছেন। এটি প্রমাণ করে, দেশের শ্রমজীবী মানুষ এখন গণতান্ত্রিক অধিকার ও বিকল্প নেতৃত্বের প্রয়োজনীয়তা উপলব্ধি করতে শুরু করেছেন।
অনুষ্ঠানে শ্রমিকদের স্বার্থে একটি কার্যকর ন্যূনতম মজুরি বোর্ড গঠনের দাবি জানানো হয়। পাশাপাশি শ্রমিক নেতারা জানান, তারা রাজনীতিকে শ্রমিকের অধিকার আদায়ের জন্য ব্যবহার করতে চান, ক্ষমতার হাতিয়ার হিসেবে নয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি(LIVE)
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, খেলাটি সরাসরি(LIVE) দেখুন
- ডিভিডেন্ড ঘোষণা করেছে অগ্নী সিস্টেমস
- ডিভিডেন্ড ঘোষণা করেছে তালিকাভুক্ত২৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাষ্ট্রিজ
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে