ঢাকা, শুক্রবার, ১ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

‘সংসদে অবশ্যই শ্রমিকদের প্রতিনিধিত্ব থাকতে হবে’

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ আগস্ট ০১ ১৫:০৭:৫৩
‘সংসদে অবশ্যই শ্রমিকদের প্রতিনিধিত্ব থাকতে হবে’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দিন পাটওয়ারী আহ্বান জানিয়ে বলেছেন সংসদে অবশ্যই শ্রমিকদের প্রতিনিধিত্ব থাকতে হবে। শ্রমিকদের সংসদে প্রতিনিধিত্ব ছাড়া জনগণের সত্যিকার প্রতিচ্ছবি তুলে ধরা সম্ভব নয় বলেও জানান তিনি।

শুক্রবার (১ আগস্ট) দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এনসিপির শ্রমিক উইং আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দিন পাটওয়ারী বলেন, শ্রমিকদের কাজের পরিবেশ, নিরাপত্তা এবং ন্যায্য মজুরি নিশ্চিত না করে বাংলাদেশ কখনোই একটি উন্নত রাষ্ট্রে পরিণত হতে পারবে না। সমাজের উৎপাদনশীল এই শ্রেণিকে অবহেলা করা যাবে না।

নাসীরউদ্দিন পাটওয়ারী বলেন, এই সরকারও শ্রমিকের বুকে গুলি চালিয়েছে। এই ঘটনা প্রমাণ করে, দেশের রাজনীতি এখনও শ্রমিকদের অধিকার ও নিরাপত্তার প্রতি সংবেদনশীল নয়।

পাটওয়ারী বলেন, গত কয়েক দশকে মালিক-শ্রমিক সম্পর্ককে পুঁজি করে কিছু দালাল শ্রেণি গড়ে উঠেছে। অভ্যুত্থানের পর দেখা যাচ্ছে, একটি দলের দুইজন প্রভাবশালী নেতা এখন বন্দর ও ট্রাকস্ট্যান্ড এলাকায় গডফাদার হিসেবে ঘুরে বেড়াচ্ছেন। এটি শ্রমিক রাজনীতিকে কলুষিত করছে এবং তাদের প্রকৃত দাবি-দাওয়াকে ছায়ায় ফেলে দিচ্ছে।

তিনি আরও বলেন, আজ আমাদের শ্রমিক উইংয়ে নতুন করে ৯২ জন সদস্য যোগ দিয়েছেন। এটি প্রমাণ করে, দেশের শ্রমজীবী মানুষ এখন গণতান্ত্রিক অধিকার ও বিকল্প নেতৃত্বের প্রয়োজনীয়তা উপলব্ধি করতে শুরু করেছেন।

অনুষ্ঠানে শ্রমিকদের স্বার্থে একটি কার্যকর ন্যূনতম মজুরি বোর্ড গঠনের দাবি জানানো হয়। পাশাপাশি শ্রমিক নেতারা জানান, তারা রাজনীতিকে শ্রমিকের অধিকার আদায়ের জন্য ব্যবহার করতে চান, ক্ষমতার হাতিয়ার হিসেবে নয়।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাবিতে অদম্য-২৪ স্মৃতিস্তম্ভ উদ্বোধন

জাবিতে অদম্য-২৪ স্মৃতিস্তম্ভ উদ্বোধন

দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভ ‘অদম্য-২৪’ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প, গৃহায়ণ ও... বিস্তারিত