ঢাকা, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২
মিয়ানমার
নির্বাচনের বিরোধিতায় কারাদণ্ডসহ মৃ'ত্যুদণ্ডের বিধান রেখে আইন
দীর্ঘকাল ধরেই মিয়ানমারে সামরিক শাসন চলছে। সর্বশেষ নির্বাচনে ওয়াং সান সুচি জয়লাভ করলেও কিছুদিনের মধ্যেই সংসদ বাতিল করে ফের সামরিক শাসন শুরু করে জান্তা সরকার। আবারও নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে মিয়ানমার। আর আসন্ন এই নির্বাচনের বিরুদ্ধে প্রতিবাদকারীদের জন্য কঠোর শাস্তির বিধান করে নতুন আইন প্রণয়ন করেছে সামরিক সরকার।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, এই আইনের আওতায় নির্বাচনবিরোধী কার্যকলাপে যুক্ত ব্যক্তিদের ৩ থেকে ৭ বছর এবং দলবদ্ধভাবে অপরাধ সংঘটিত হলে ৫ থেকে ১০ বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।
সরকারি সংবাদমাধ্যম গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার জানিয়েছে, আইনটি কার্যকর হয়েছে গত মঙ্গলবার। ধারণা করা হচ্ছে, চলতি বছরের শেষ দিকে দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।
নতুন আইনে বলা হয়েছে, নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে কোনো ধরনের বক্তৃতা, সংগঠিত কর্মসূচি, উসকানি, প্রতিবাদ কিংবা লিফলেট বিতরণ নিষিদ্ধ। বিরোধী দল ও আন্তর্জাতিক পর্যবেক্ষকেরা এ পদক্ষেপকে সামরিক শাসনের বৈধতা প্রতিষ্ঠার ‘নাটক’ হিসেবে উল্লেখ করেছেন।
এছাড়াও ব্যালট পেপার বা ভোটকেন্দ্র ধ্বংস, ভোটার, প্রার্থী কিংবা নির্বাচনি কর্মকর্তাদের ভয় দেখানো বা শারীরিকভাবে আঘাত করার অপরাধে সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড হতে পারে। এসব ঘটনায় কেউ নিহত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া যেতে পারে বলে আইনে উল্লেখ করা হয়েছে।
২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর দেশটি গৃহযুদ্ধের মুখে পড়ে। এর ফলে বহু এলাকা সেনা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। চলতি বছরের প্রস্তাবিত নির্বাচনের প্রস্তুতি হিসেবে নেওয়া জনশুমারি কার্যক্রমেও সরকারকে তীব্র বাধার সম্মুখীন হতে হয়। সামরিক সরকারের ভাষ্য অনুযায়ী, প্রায় ৫ কোটি ১০ লাখ জনসংখ্যার মধ্যে ১ কোটি ৯০ লাখ মানুষের তথ্য সংগ্রহ করা সম্ভব হয়নি। এর জন্য তারা নিরাপত্তাজনিত সমস্যাকেই দায়ী করেছে।
এ প্রসঙ্গে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক বিশেষ দূত টম অ্যান্ড্রুজ গত মাসে বলেন, মিয়ানমারের এই নির্বাচনি পরিকল্পনা নিছক “প্রতারণা”। তিনি অভিযোগ করেন, সেনাবাহিনী একটি ভুয়া নির্বাচনের মাধ্যমে বেসামরিক সরকার প্রতিষ্ঠার নাটক সাজাচ্ছে।
তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে এই নির্বাচন প্রত্যাখ্যান করার আহ্বানও জানান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, খেলাটি সরাসরি(LIVE) দেখুন
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ