ঢাকা, বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২

সরকারি তহবিলের অপব্যবহার: ব্যবস্থা নিতে দুদককে হাইকোর্টের নির্দেশ

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুলাই ৩০ ১৯:৪৩:২৭
সরকারি তহবিলের অপব্যবহার: ব্যবস্থা নিতে দুদককে হাইকোর্টের নির্দেশ

মুজিববর্ষ উদযাপন উপলক্ষে সরকারি তহবিল তছরুপে এশিয়াটিকের দুর্নীতির সম্পৃক্ততার অভিযোগসহ বিভিন্ন সরকারি-বেসরকারি কার্যক্রমে অনিয়মের বিষয়ে তদন্ত করতে হাইকোর্ট দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশ দিয়েছেন।

মঙ্গলবার (২৯ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মো. সাব্বির ইবনে আজম। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান, তানিম খান, সহকারী অ্যাটর্নি জেনারেল মো. ইসা ও ইকরামুল কবির।

এর আগে মুজিববর্ষ উদযাপন উপলক্ষে সরকারি তহবিলে তছরুপ, এশিয়াটিক গ্রুপের দুর্নীতিতে জড়িত থাকা এবং বিভিন্ন সরকারি-বেসরকারি কার্যক্রমে অনিয়মের অভিযোগ এনে রিট করা হয়।

রিটে উল্লেখ করা হয়, গত ১৬ বছরে স্থানীয় সরকার, স্বাস্থ্য, শিক্ষা, অর্থ, আইসিটি, বিদ্যুৎ ও তথ্যসহ একাধিক মন্ত্রণালয়ের হাজার হাজার কোটি টাকার বিজ্ঞাপন টেন্ডার রাজনৈতিক প্রভাবের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়েছে, যার ফলে গণমাধ্যমে তৈরি হয়েছে একচেটিয়া সুবিধা ভোগের চিত্র।

আ’লীগ সরকারের পৃষ্ঠপোষকতায় বিভিন্ন তথাকথিত উন্নয়ন কর্মকাণ্ডের প্রচার, বিজ্ঞাপন নির্মাণ ও প্রচারে এশিয়াটিক গ্রুপকে একচেটিয়া সুবিধা দেওয়া হয়। ৫ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত এশিয়াটিকের এমবিএ নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে সময় টিভি, একাত্তর টিভি ও যমুনা টিভি-সহ বিভিন্ন চ্যানেলে সরকারি বিজ্ঞাপন প্রচারিত হয়।

এছাড়া মুজিব সিনেমার আন্তর্জাতিক প্রচারণায় সিআরআই ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রত্যক্ষ হস্তক্ষেপে দেশি-বিদেশি ব্যাংক, বীমাসহ নানান প্রতিষ্ঠানের কাছ থেকে শত কোটি টাকা সংগ্রহ করে। সেই টাকায় বিদেশে প্রতিষ্ঠিত এশিয়াটিক এফজেডই নামের একটি কোম্পানির মাধ্যমে চলচ্চিত্রটি আন্তর্জাতিকভাবে প্রচার করে মাইন্ডশেয়ার ও ফোরথট পিআর।

আইনজীবীর বক্তব্যে বলা হয়, রাজনৈতিক প্রভাব খাটিয়ে এশিয়াটিক গ্রুপ দেশি-বিদেশি বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপন বাজেট নিয়ন্ত্রণে নেয়। এই অভিযোগের পেছনে ২০২৪ সালের ২৩ জানুয়ারি আমার দেশ পত্রিকায় প্রকাশিত নূর-যাকের পরিবারের দখলে বিজ্ঞাপন বাজার শিরোনামের একটি প্রতিবেদনকে রেফারেন্স হিসেবে উপস্থাপন করা হয়, যেখানে সাবেক তথ্য ও আইসিটি প্রতিমন্ত্রী তারানা হালিমের সংশ্লিষ্টতার কথাও বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত