ঢাকা, রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২

আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন আইন, কার্যকর আজ থেকে

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুলাই ২৭ ০৯:৫২:২৪
আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন আইন, কার্যকর আজ থেকে

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের বিদায় বা স্বাগত জানাতে এখন থেকে সর্বোচ্চ দুইজন ব্যক্তি প্রবেশ করতে পারবেন।

রোববার (২৭ জুলাই) থেকে এ নির্দেশনা কার্যকর হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করা, বিমানবন্দর এলাকায় যানজট কমানো এবং নিরাপত্তা বজায় রাখার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, আজ থেকে ডিপারচার ড্রাইভওয়ে ও এরাইভাল ক্যানোপিতে যাত্রীপ্রতি সর্বোচ্চ দুইজন স্বজন বা স্বাগত জানাতে আসা ব্যক্তি উপস্থিত থাকতে পারবেন।

বিমানবন্দর কর্তৃপক্ষ সকলের সহযোগিতা কামনা করেছেন,যেন এ নির্দেশনা যথাযথভাবে পালিত হয় এবং বিমানবন্দর এলাকার শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় থাকে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত