ঢাকা, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

পুলিশ সদস্যকে পেটাল শিক্ষার্থীরা

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুলাই ২২ ১৮:১৩:২৭
পুলিশ সদস্যকে পেটাল শিক্ষার্থীরা

আন্দোলনরত শিক্ষার্থীরা রাজধানীর সচিবালয়ে গেট ভেঙে ভেতরে প্রবেশ করেন। মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৪টা ১০ মিনিটের দিকে এমন ঘটনা ঘটে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছোড়ে।

মঙ্গলবার (২২ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে মিছিলসহকারে সচিবালয়ের প্রধান ফটক ভেঙে ভেতরে ঢুকে পড়েন আন্দোলনরত শিক্ষার্থীরা।

এর আগে, বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে সচিবালয়ের ১ নম্বর গেটের সামনে অবস্থান করা শিক্ষার্থীরা হঠাৎ গেটের ভেতরে ঢুকে পড়ে এবং সচিবালয়ে পার্ক করা কয়েকটি সরকারি গাড়ির কাচ ভাঙচুর করেন। পরে পুলিশের লাঠিচার্জে তারা ছত্রভঙ্গ হয়ে যায়।

এ সময় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ভবন-০৫ এর সামনে একদল শিক্ষার্থী পুলিশ সদস্যকে পেটাচ্ছে। এরপর পুলিশ সদস্যরা লাঠিপেটায় শিক্ষার্থীদের উপর নিয়ন্ত্রণ কায়েম করেন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ