ঢাকা, সোমবার, ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

বিমান বিধ্বস্ত: তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি গঠন

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুলাই ২১ ১৯:০৩:৪৩
বিমান বিধ্বস্ত: তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি গঠন

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান জানিয়েছেন রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুর্ঘটনার বিস্তারিত তথ্য তদন্ত শেষে সবার সামনে আনা হবে বলেও জানানো হয়।

সোমবার (২১ জুলাই) বিমান দুর্ঘটনার কারণ উদঘাটনের জন্য বিমান বাহিনীর একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফটি-৭ বিজিআই মডেলের যুদ্ধবিমান সোমবার বেলা ১টা ৬ মিনিটে ঢাকার কুর্মিটোলায় অবস্থিত বিমান বাহিনী ঘাঁটি এ কে খন্দকার থেকে নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে উড্ডয়ন করে। উড্ডয়নের পরপরই বিমানটি যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়। বিমান দুর্ঘটনার আশঙ্কায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলাম বিমানটিকে জনবহুল এলাকা থেকে দূরে সরিয়ে নিতে সর্বোচ্চ চেষ্টা করেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বিমানটি ঢাকার দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি দোতলা ভবনে বিধ্বস্ত হয়।

এ ঘটনায় পাইলটসহ এখন পর্যন্ত ১৯ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১৬৪ জন। আহতদের দ্রুত উদ্ধার করে বিমান বাহিনীর হেলিকপ্টার ও অ্যাম্বুলেন্সের মাধ্যমে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)সহ আশপাশের হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, মর্মান্তিক এই দুর্ঘটনায় বাংলাদেশ বিমান বাহিনী গভীরভাবে শোকাহত। আহতদের সর্বোচ্চ চিকিৎসা ও সার্বিক সহযোগিতা নিশ্চিত করতে বাহিনীর পক্ষ থেকে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

বিমান বাহিনী প্রধান বর্তমানে সরকারি সফরে দেশের বাইরে অবস্থান করছেন। তার অনুপস্থিতিতে সহকারী বিমান বাহিনী প্রধান (প্রশাসন), অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে উপস্থিত থেকে উদ্ধার ও সমন্বয় কার্যক্রম পরিচালনা করছেন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত