ঢাকা, সোমবার, ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

৪৯তম বিসিএসের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

ডুয়া নিউজ- চাকরি
২০২৫ জুলাই ২১ ১৮:১৭:১৫
৪৯তম বিসিএসের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

৪৯তম (বিশেষ) বিসিএস-২০২৫ এর মাধ্যমে সাধারণ শিক্ষা ক্যাডারের প্রভাষক পদে ৬৮৩ জনকে নিয়োগ দিতে যাচ্ছে। ৪৯তম (বিশেষ) বিসিএস-২০২৫ এর নিয়োগ প্রক্রিয়া বাস্তবায়ন করবে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

আজ সোমবার (২১ জুলাই) পিএসসি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

পিএসসি সূত্রে জানা গেছে, শিক্ষা ক্যাডারের জন্য সর্বশেষ বিশেষ বিসিএস অনুষ্ঠিত হয়েছিল ২০০৬ সালে। সে সময় ১ হাজার ৪৭ জন প্রভাষক নিয়োগ পেয়েছিলেন। এরপর থেকে সাধারণ বিসিএসের মাধ্যমেই শিক্ষা ক্যাডারে নিয়োগ দেওয়া হচ্ছিল। দীর্ঘ বিরতির পর এবার আবারও শিক্ষা ক্যাডারের জন্য আলাদা বিশেষ বিসিএস আয়োজন করতে যাচ্ছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

বিশেষ বিসিএসের লিখিত (এমসিকিউ ভিত্তিক) পরীক্ষা আগামী অক্টোবর মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে। পরীক্ষার নির্ধারিত তারিখ ও সময় পরবর্তীতে পিএসসির ওয়েবসাইট এবং বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশ করা হবে।

বিজ্ঞপ্তিটি বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd)-এ অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট (http://bpsc.teletalk.com.bd)-এ পাওয়া যাবে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত