ঢাকা, রবিবার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২
মেঘনার অবৈধ বালু উত্তোলন বন্ধ না হলে ঢাকা-সিলেট নৌপথ অবরোধের হুঁশিয়ারি

দ্রুততম সময়ের মধ্যে কোস্ট গার্ডের ফাঁড়ি স্থাপনের মাধ্যমে অবৈধ বালু উত্তোলন বন্ধে সরকার পদক্ষেপ গ্রহণ না করলে ঢাকা-সিলেট নৌ পথ অবরোধের হুশিয়ারি দিয়েছেন স্থানীয়রা।
আজ রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এই হুশিয়ারি দেয়া হয়েছে।
ভূমি খেকো বালু সন্ত্রাসীদের অগ্রাসন, অত্যাচারে অতিষ্ঠ কুমিল্লা জেলার মেঘনা উপজেলাধীন রামপ্রসাদের চর। ২০-৩০টি ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলনের কারণে প্রতিদিন গ্রামের আবাদী জমি ও বসতভিটা নদী গর্ভে বিলুপ্ত হচ্ছে। উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত বাপ-দাদার ভিটা, ফসলি জমি, স্কুল, মসজিদ হারিয়ে গ্রামটির সাধারণ জনগণ এখন প্রায় নিঃস্ব।
মানববন্ধন থেকে স্থানীয়রা জানান, আওয়ামী লীগের শাসনামলে দীর্ঘদিন বালু উত্তোলন হয়েছে। এরপর ২০২১ সালে সরকারি ইজারা বন্ধ করার মাধ্যমে এই নদীতে বালু উত্তোলন বন্ধ করা হয়।
তবে, রাজনৈতিক পটপরিবর্তনের কারণে গত ৫ আগস্টের পর স্থানীয় বিএনপি নেতাদের নেতৃত্বে আবারও রাতের আঁধারে নিয়মিত বালু তোলা হচ্ছে। রাতে বালু কেটে যাওয়ার পর সকাল থেকেই শুরু হয় কৃষকের জমি ভাঙন। শতাধিক কৃষকের জমি ইতোমধ্যে নদীগর্ভে চলে গিয়েছে।
মেঘনা উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি এইচ. এম. মহসিন বলেন, এই বালু উত্তোলনের সাথে জড়িত আছে মেঘনার চালিভাঙা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রবিউল্লাহ রবি, চালিভাঙ্গা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল বারেক, চালিভাঙা ইউনিয়ন যুবদলের সদস্য আলী হোসেন, মেঘনা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসনাত প্রধানসহ আরো বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। প্রশাসন থেকে মেঘনা উপজেলা নৌ পুলিশের ইনচার্জ আজমগীর হোসেন এর সাথে যুক্ত আছে। তাই প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করেনা।
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান বলেন, মাননীয় প্রধান উপদেষ্টা আপনার কাছে আমরা ভাত-কাপড় চাই না, কোনো প্রমোশনের জন্য দাড়াই নাই। আমাদের ঘর বাড়ি, মাটি রক্ষায় আপনার সরাসরি হস্তক্ষেপ চাই। আমাদের মৃত্যুর পর যেন এই গ্রামের মাটিতে আমাদের কবর দিতে পারে সেই অধিকার চাই। যেভাবে প্রতি রাতে বালু কাটে এই ধারা অব্যাহত থাকলে আগামী কয়েক মাসের মধ্যে গ্রাম বিলীন হয়ে যাবে।
এছাড়া, মানববন্ধনের অংশগ্রহণকারীদের ওপর কোনো হামলা-মামলা হলে কঠোরভাবে প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলো অভিযুক্ত চালিভাঙা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রবিউল্লাহ রবি মুঠোফোনে বলেন, ছাত্র অধিকার পরিষদের নাজমুল হাসান রাজনৈতিক ফায়দা লুটার জন্য এই মানববন্ধনের আয়োজন করেছে। আমরা এসব বালু মহলের সাথে যুক্ত নই।
মানববন্ধনে উপস্থিত ছিলেন আইনজীবী ও কথাসাহিত্যি`ক জয়নুল আবেদীন, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান, কুমিল্লা জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক আইনজীবী হাবিবুর রহমান, মেঘনা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ইফতেখার শিমুলসহ আরো অনেক স্থানীয় নেতৃবৃন্দ।
উল্লেখ্য, চারশত বছর আগে প্রমত্তা মেঘনা নদীর পলি থেকে মেঘনা উপজেলার চরাঞ্চলটির উৎপত্তি। বালুসন্ত্রাসীদের ড্রেজার খুবলে খাচ্ছে রামপ্রসাদের চর গ্রামের শরীর। প্রতিদিন রক্তাক্ত করছে গ্রামটির অস্তিত্বকে। গত ২৫ বছরে রামপ্রসাদেরচর গ্রামের ৭০ ভাগ নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এ গ্রামের ২৪৫ টি পরিবারের বসতভিটা, ৩০০টি পরিবারের আবাদী জমি, দুটি মসজিদ, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এখন মেঘনার তলদেশে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বল্প মূল্যে কম্পিউটার স্কিল ট্রেনিং কোর্সে ভর্তির সুযোগ, আসন সীমিত
- যারা বৃত্তি পাবে না, তাদের জন্য পার্ট-টাইম জবের চিন্তা-ভাবনা
- ডুয়া নিউজের বিশেষ প্রতিযোগিতা, পুরস্কার ১ লক্ষ ৫০ হাজার টাকা!
- শেয়ারবাজারের ৩ প্রতিষ্ঠানের ২৯৬ কোটি টাকা মানি লন্ডারিং
- সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা, এনসিপির সকল কার্যক্রম স্থগিত
- ঢাবি অ্যালামনাই ও নিউ হরাইজন কানাডিয়ান স্কুলের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- ৬ জায়গায় হবে ডাকসুর ভোটগ্রহণ
- জুলাই স্মৃতি জাদুঘর: টেন্ডার ছাড়াই ১১১ কোটি টাকার কাজ পেল দুই প্রতিষ্ঠান
- ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তার
- ইপিএস ঘোষণার তারিখ জানাল দুই কোম্পানি
- ‘শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই’
- শেয়ারের অস্বাভাবিক দাম নিয়ে ডিএসইর সতর্কতা
- নির্বাচন বানচাল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে: দুদু
- শেয়ার কারসাজিকারীদের শাস্তি ১০ বছর করার প্রস্তাব
- ইপিএস প্রকাশ করেছে ৪ কোম্পানি