ঢাকা, রবিবার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২
হাসিনাকে কোনোদিন ক্ষমা করা হবে না: মির্জা ফখরুল

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে "মানবজাতির কলঙ্ক" এবং "মায়েদের কলঙ্ক" হিসেবে আখ্যায়িত করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তাকে কোনোদিন ক্ষমা করা হবে না এবং তার বিচার নিশ্চিত করা হবে।
রোববার (২০ জুলাই) রাজধানীর শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গণে ‘গণঅভ্যুত্থান ২০২৪’-এর শহীদদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কঠোর হুঁশিয়ারি দেন। জাতীয়তাবাদী কৃষকদল ও ‘আমরা বিএনপি পরিবার’ আয়োজিত "জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা: সবুজ পল্লবে স্মৃতি অম্লান" শীর্ষক এই কার্যক্রমে প্রত্যেক শহীদের স্মরণে একটি করে নিম গাছের চারা রোপণ করা হয়।
জুলাই আন্দোলনে নিহত এক শহীদের মায়ের আহাজারির কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, "যে ছেলেটাকে নিয়ে আমি ও আমার পরিবার ভবিষ্যতের স্বপ্ন দেখেছি, তাকে ওরা নির্মমভাবে কেড়ে নিয়েছে। গুলি করে মারার পর সে বেঁচে আছে কি না, তা না দেখেই আরও কয়েকটি লাশের সঙ্গে একটি ভ্যানে তুলে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে। চিন্তা করুন, আমরা একটি স্বাধীন দেশের নাগরিক, যে দেশের জন্য ১৯৭১ সালে যুদ্ধ করেছি। আর সেই দেশের পুলিশ প্রশাসন, যাদের বেতন আমাদের ট্যাক্সের টাকায় হয়, তারা আজ আমার সন্তানকে পুড়িয়ে মারছে। কী নির্মম ও পাশবিক!"
এই নিষ্ঠুরতার জন্য শেখ হাসিনাকে কখনো ক্ষমা করা যাবে না উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, "হাসিনার কোনো ক্ষমা নেই। আমাদের প্রথম কাজ হবে এদের বিচার করা। দ্বিতীয় কাজ হবে শহীদ পরিবারদের পুনর্বাসন করা এবং আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা। এটা করতে না পারলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ক্ষমা করবে না।"
আন্দোলনে আহত ও শহীদদের পরিবারের জন্য বিএনপির পক্ষ থেকে একটি তহবিল গঠনের ঘোষণা দিয়ে তিনি বলেন, "নির্বাচনে দায়িত্ব পাব কি পাব না, সেটা পরের কথা। আমি আজই ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বলব, দলের পক্ষ থেকে একটি ফান্ড তৈরি করতে, যাতে আহত ও শহীদ পরিবারগুলোকে পুনর্বাসন করা যায়।" তিনি আরও জানান, ‘আমরা বিএনপি পরিবার’ ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে।
এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, কৃষক দলের সভাপতি হাসান জারিফ তুহিন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন প্রমুখ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বল্প মূল্যে কম্পিউটার স্কিল ট্রেনিং কোর্সে ভর্তির সুযোগ, আসন সীমিত
- ডুয়া নিউজের বিশেষ প্রতিযোগিতা, পুরস্কার ১ লক্ষ ৫০ হাজার টাকা!
- যারা বৃত্তি পাবে না, তাদের জন্য পার্ট-টাইম জবের চিন্তা-ভাবনা
- শেয়ারবাজারে তানিয়া শারমিন ও মাহবুব মজুমদার ৫ বছরের জন্য নিষিদ্ধ
- শেয়ারবাজারের ৩ প্রতিষ্ঠানের ২৯৬ কোটি টাকা মানি লন্ডারিং
- শেয়ারের অস্বাভাবিক দামের জন্য ডিএসইর সতর্কবার্তা
- ঢাবি অ্যালামনাই ও নিউ হরাইজন কানাডিয়ান স্কুলের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- জুলাই স্মৃতি জাদুঘর: টেন্ডার ছাড়াই ১১১ কোটি টাকার কাজ পেল দুই প্রতিষ্ঠান
- ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তার
- ৬ জায়গায় হবে ডাকসুর ভোটগ্রহণ
- ইপিএস ঘোষণার তারিখ জানাল দুই কোম্পানি
- ‘শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই’
- শেয়ারের অস্বাভাবিক দাম নিয়ে ডিএসইর সতর্কতা
- শেয়ার কারসাজিকারীদের শাস্তি ১০ বছর করার প্রস্তাব
- নির্বাচন বানচাল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে: দুদু