ঢাকা, রবিবার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২
গোপালগঞ্জে সহিংসতা: আসামি ৩ হাজার, গ্রেপ্তার কত?

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। এই ঘটনায় জেলার বিভিন্ন থানায় চারটি মামলা দায়ের করা হয়েছে, যেখানে মোট আসামির সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৮ জন। আসামিদের মধ্যে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের নামও রয়েছে বলে জানা গেছে। এছাড়া শনিবার দুপুর পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে ৩০৬ জনকে গ্রেপ্তার করেছে।
সর্বশেষ, শুক্রবার রাতে সদর উপজেলার সাতপাড়ায় গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ এবং সড়ক অবরোধের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়। সদর থানার উপপরিদর্শক (এসআই) শামীম আল মামুন বাদী হয়ে দায়ের করা এই মামলায় ৫৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩৫০ জনকে আসামি করা হয়েছে। এই মামলায় নতুন করে ৪৪ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জেলা পুলিশের তথ্য অনুযায়ী, ১৬ থেকে ১৯ জুলাই পর্যন্ত জেলার পাঁচটি থানা এলাকায় অভিযান চালিয়ে মোট ৩০৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে সদর থানায় ৯২ জন, কাশিয়ানী থানায় ৭৭ জন, মুকসুদপুর থানায় ৮৮ জন, টুঙ্গিপাড়ায় ২৭ জন এবং কোটালীপাড়া থানায় ২২ জনকে গ্রেপ্তার করা হয়। চারটি মামলায় নাম উল্লেখ করা মোট আসামির সংখ্যা ৩৫৮।
উল্লেখ্য, গত ১৬ জুলাই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি চলাকালে নিষেধাজ্ঞা উপেক্ষা করে পুলিশের ওপর হামলা এবং আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালালে পাঁচজন নিহত এবং অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হন।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। পুরো জেলা জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বল্প মূল্যে কম্পিউটার স্কিল ট্রেনিং কোর্সে ভর্তির সুযোগ, আসন সীমিত
- ডুয়া নিউজের বিশেষ প্রতিযোগিতা, পুরস্কার ১ লক্ষ ৫০ হাজার টাকা!
- যারা বৃত্তি পাবে না, তাদের জন্য পার্ট-টাইম জবের চিন্তা-ভাবনা
- শেয়ারবাজারে তানিয়া শারমিন ও মাহবুব মজুমদার ৫ বছরের জন্য নিষিদ্ধ
- শেয়ারবাজারের ৩ প্রতিষ্ঠানের ২৯৬ কোটি টাকা মানি লন্ডারিং
- শেয়ারের অস্বাভাবিক দামের জন্য ডিএসইর সতর্কবার্তা
- ঢাবি অ্যালামনাই ও নিউ হরাইজন কানাডিয়ান স্কুলের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- জুলাই স্মৃতি জাদুঘর: টেন্ডার ছাড়াই ১১১ কোটি টাকার কাজ পেল দুই প্রতিষ্ঠান
- ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তার
- ইপিএস ঘোষণার তারিখ জানাল দুই কোম্পানি
- ‘শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই’
- শেয়ারের অস্বাভাবিক দাম নিয়ে ডিএসইর সতর্কতা
- শেয়ার কারসাজিকারীদের শাস্তি ১০ বছর করার প্রস্তাব
- নির্বাচন বানচাল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে: দুদু
- চাঙ্গা বাজারের নেপথ্যে চার স্টার শেয়ার