ঢাকা, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২
গোপালগঞ্জে সহিংসতা: আসামি ৩ হাজার, গ্রেপ্তার কত?
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। এই ঘটনায় জেলার বিভিন্ন থানায় চারটি মামলা দায়ের করা হয়েছে, যেখানে মোট আসামির সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৮ জন। আসামিদের মধ্যে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের নামও রয়েছে বলে জানা গেছে। এছাড়া শনিবার দুপুর পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে ৩০৬ জনকে গ্রেপ্তার করেছে।
সর্বশেষ, শুক্রবার রাতে সদর উপজেলার সাতপাড়ায় গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ এবং সড়ক অবরোধের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়। সদর থানার উপপরিদর্শক (এসআই) শামীম আল মামুন বাদী হয়ে দায়ের করা এই মামলায় ৫৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩৫০ জনকে আসামি করা হয়েছে। এই মামলায় নতুন করে ৪৪ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জেলা পুলিশের তথ্য অনুযায়ী, ১৬ থেকে ১৯ জুলাই পর্যন্ত জেলার পাঁচটি থানা এলাকায় অভিযান চালিয়ে মোট ৩০৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে সদর থানায় ৯২ জন, কাশিয়ানী থানায় ৭৭ জন, মুকসুদপুর থানায় ৮৮ জন, টুঙ্গিপাড়ায় ২৭ জন এবং কোটালীপাড়া থানায় ২২ জনকে গ্রেপ্তার করা হয়। চারটি মামলায় নাম উল্লেখ করা মোট আসামির সংখ্যা ৩৫৮।
উল্লেখ্য, গত ১৬ জুলাই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি চলাকালে নিষেধাজ্ঞা উপেক্ষা করে পুলিশের ওপর হামলা এবং আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালালে পাঁচজন নিহত এবং অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হন।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। পুরো জেলা জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: লিড নিল বাংলাদেশ, দেখুন সর্বশেষ স্কোর-LIVE
- বাংলাদেশ বনাম ভারত: খেলাটি কবে, কোথায়, কখন-জানুন সময়সূচি
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: প্রথম দিনের খেলা শেষ, জানুন স্কোর
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: জয়-সাদমানের ফিফটি, দেখনু বর্তমান ফলাফল
- নতুন মার্জিন নীতিতে কারা সুবিধা পাবেন, কারা হারাবেন?
- ভারত বনাম অস্ট্রেলিয়া: কবে, কখন, কোথায়-যেভবে দেখবেন সরাসরি(LIVE)
- চলছে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ১ম টেস্ট ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন(LIVE)
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: নাহিদ-মিরাজের জোড়া শিকার, সরাসরি(LIVE) দেখুন এখানে
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)
- দুই বছর ডিভিডেন্ড না দেওয়ায় ‘জেড’ ক্যাটাগরিতে অবনমন
- আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঝড়ো শুরু, সরাসরি দেখুন এখানে(LIVE)
- ইপিএস প্রকাশ করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ
- বিএসইসির সাবেক চেয়ারম্যান খায়রুল হোসেনের বিরুদ্ধে দুদকের তদন্ত শুরু
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা