ঢাকা, বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

এর জন্যে তোদের চরম মূল্য দিতে হবে: হান্নান মাসউদ

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুলাই ১৬ ১৯:১৯:৪৩
এর জন্যে তোদের চরম মূল্য দিতে হবে: হান্নান মাসউদ

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শান্তিপূর্ণ কর্মসূচিকে কেন্দ্র করে আগে ও পরে একাধিক হামলার ঘটনা ঘটে। একপর্যায়ে সমাবেশস্থল ও আশপাশের এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ক্ষোভ ও হুঁশিয়ারি প্রকাশ করেছেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।

আজ বুধবার (১৬ জুলাই) বিকেল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।

পোস্টে হান্নান মাসউদ লেখেন, “এর জন্যে তোদের চরম মূল্য দিতে হবে, এই গভর্নমেন্টকেও। একটা জেলায় জাতীয় নেতাদের নিরাপত্তা দিতে পারে না, তারা করবে নির্বাচন! আগে দেশ নিয়ন্ত্রণ করেন।”

এর আগে, বুধবার (১৬ জুলাই) বেলা পৌনে ২টার দিকে প্রায় ২০০ থেকে ৩০০ জন লাঠিসোঁটা নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশস্থলে হাজির হয়। এ সময় মঞ্চের আশপাশে অবস্থানরত পুলিশ সদস্যরা দ্রুত আদালত চত্বরে সরে যান। আর এনসিপির নেতাকর্মীরাও মঞ্চ ও আশপাশের এলাকা থেকে দৌড়ে সরে পড়েন। এনসিপির নেতাকর্মীদের দাবি, হামলাকারীরা সবাই আওয়ামী লীগের সমর্থক।

হামলার সময় মঞ্চের চেয়ার ভাঙচুর করা হয় এবং ব্যানার ছিঁড়ে ফেলা হয়। পরিস্থিতি সামাল দিতে জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান ঘটনাস্থলে পৌঁছান। পরে এনসিপির নেতাকর্মী ও পুলিশ সদস্যরা যৌথভাবে প্রতিরোধে নামলে হামলাকারীরা পালিয়ে যায়।

এরপর এনসিপি সমাবেশ শুরু করলেও সমাবেশ শেষে আবারও হামলার ঘটনা ঘটে। উত্তপ্ত পরিস্থিতির প্রেক্ষিতে প্রশাসন এলাকায় ১৪৪ ধারা জারি করে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত