ঢাকা, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২
মুনাফা তোলার চাপে থমকে গেল বড় উত্থান

দেশের শেয়ারবাজারে মুনাফা তোলার চাপে থমকে গেছে বড় উত্থান। গত দুই কর্মদিবসে কিছুটা দর সংশোদনের কারণে সূচকের সামান্য পতন হয়েছে। কিন্তু এর আগের ৬ কর্মদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক বেড়েছিল ২৩০ পয়েন্ট। এরপর গত দুই কর্মদিবসে সূচক কমেছে ৬ পয়েন্টের বেশি।
আজ মঙ্গলবার (১৫ জুলাই) শেয়ারবাজার উত্থান প্রবণতায় শুরু হয়। এদিন ডিএসইর সূচক দিনের প্রথম ভাগে ২৬ পয়েন্টে বেশি উঠে লেনদেন হয়। এরপর মুনাফার তোলার চাপে টানা নিচের দিকে নামতে থাকে সূচকের তীর। দিনশেষ প্রধান সূচকের সামান্য ইতিবাচক থাকলেও অপর দুই সূচক কমে যায়। তবে আজ ডিএসইতে লেনদেন আগের দিনের চেয়ে ৯০ কোটি টাকা বেড়েছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ (১৫ জুলাই) সপ্তাহের তৃতীয় কর্মদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ০.৩৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৬২.২০ পয়েন্টে। আজ অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ১.৫৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১০২.৪৬ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৯.০৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮৯০.৯২ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৬৩টির দর বেড়েছে, ১৫৬টির দর কমেছে এবং ৭৬টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে আজ মোট ৬৫৩ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ১৪ জুলাই লেনদেন হয়েছিল ৫৬৪ কোটি ৩৭ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ৮৯ কোটি ৩১ লাখ টাকা।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) আজ ৪ কোটি ৭১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ৫ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ২৩৩টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১০৪টির, কমেছে ৯৯টির এবং পরিবর্তন হয়নি ৩০টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫.৮৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৯১.৫৭ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ৩০.৮৩ পয়েন্ট কমেছিল।
বাজার সংশ্লিষ্টদের মতে, এর আগের কার্যদিবসগুলোতে সূচকের ধারাবাহিক উত্থানের সময় বিনিয়োগকারীরা উল্লেখযোগ্য হারে শেয়ার ক্রয় করে। যে কারণে ওই সময় সূচকের পাশাপাশি লেনদেন বাড়তে দেখা গেছে। বর্তমানে ওই ক্রয়কৃত শেয়ার বিক্রি করে মুনাফার তোলার কারণে সূচক কিছুটা নিম্নমখী হয়েছে। এতে আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই। কারণ বাজারে উত্থান-পতন থাকবে- এটাই শেয়ারবাজারের স্বাভাবিক নিয়ম। তবে খুব শিগগিরই আবারও বাজার ঊর্ধ্বমুখী হবে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্ট সকলে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ৪০ বছরের ইতিহাসে ডিভিডেন্ডে নজির ভাঙল এপেক্স ট্যানারি
- ডিভিডেন্ড ঘোষণায় রেকর্ড ভাঙ্গল লঙ্কাবাংলা ফাইন্যান্স!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু এগ্রো
- একদিনে 'এ' ক্যাটাগরিতে ফিরল দুই কোম্পানি
- বস্ত্র খাতের ৮ কোম্পানিতে বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ
- মার্জিন ঋণ আতঙ্কে হঠাৎ ধস নামলো শেয়ারবাজারে!
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ১৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা করেছে বিএসআরএম লিমিটেড
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত ৪ কোম্পানি
- ১৪ অক্টোবর: এক নজরে শেয়ারবাজারের ২০ খবর
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত তিন কোম্পানি
- শেয়ারবাজার স্থিতিশীল রাখতে এক হাজার কোটি টাকা পাচ্ছে আইসিবি
- ইপিএস প্রকাশ করেছে ৮ কোম্পানি
- ১০ কোম্পানির কারণে ৩ মাস পেছনে গেল শেয়ারবাজার