ঢাকা, বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২
মুনাফা তোলার চাপে থমকে গেল বড় উত্থান

দেশের শেয়ারবাজারে মুনাফা তোলার চাপে থমকে গেছে বড় উত্থান। গত দুই কর্মদিবসে কিছুটা দর সংশোদনের কারণে সূচকের সামান্য পতন হয়েছে। কিন্তু এর আগের ৬ কর্মদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক বেড়েছিল ২৩০ পয়েন্ট। এরপর গত দুই কর্মদিবসে সূচক কমেছে ৬ পয়েন্টের বেশি।
আজ মঙ্গলবার (১৫ জুলাই) শেয়ারবাজার উত্থান প্রবণতায় শুরু হয়। এদিন ডিএসইর সূচক দিনের প্রথম ভাগে ২৬ পয়েন্টে বেশি উঠে লেনদেন হয়। এরপর মুনাফার তোলার চাপে টানা নিচের দিকে নামতে থাকে সূচকের তীর। দিনশেষ প্রধান সূচকের সামান্য ইতিবাচক থাকলেও অপর দুই সূচক কমে যায়। তবে আজ ডিএসইতে লেনদেন আগের দিনের চেয়ে ৯০ কোটি টাকা বেড়েছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ (১৫ জুলাই) সপ্তাহের তৃতীয় কর্মদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ০.৩৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৬২.২০ পয়েন্টে। আজ অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ১.৫৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১০২.৪৬ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৯.০৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮৯০.৯২ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৬৩টির দর বেড়েছে, ১৫৬টির দর কমেছে এবং ৭৬টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে আজ মোট ৬৫৩ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ১৪ জুলাই লেনদেন হয়েছিল ৫৬৪ কোটি ৩৭ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ৮৯ কোটি ৩১ লাখ টাকা।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) আজ ৪ কোটি ৭১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ৫ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ২৩৩টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১০৪টির, কমেছে ৯৯টির এবং পরিবর্তন হয়নি ৩০টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫.৮৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৯১.৫৭ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ৩০.৮৩ পয়েন্ট কমেছিল।
বাজার সংশ্লিষ্টদের মতে, এর আগের কার্যদিবসগুলোতে সূচকের ধারাবাহিক উত্থানের সময় বিনিয়োগকারীরা উল্লেখযোগ্য হারে শেয়ার ক্রয় করে। যে কারণে ওই সময় সূচকের পাশাপাশি লেনদেন বাড়তে দেখা গেছে। বর্তমানে ওই ক্রয়কৃত শেয়ার বিক্রি করে মুনাফার তোলার কারণে সূচক কিছুটা নিম্নমখী হয়েছে। এতে আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই। কারণ বাজারে উত্থান-পতন থাকবে- এটাই শেয়ারবাজারের স্বাভাবিক নিয়ম। তবে খুব শিগগিরই আবারও বাজার ঊর্ধ্বমুখী হবে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্ট সকলে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলতি সপ্তাহে বেক্সিমকোর ফ্লোর প্রাইস ওঠার সম্ভাবনা
- স্বল্প মূল্যে কম্পিউটার স্কিল ট্রেনিং কোর্সে ভর্তির সুযোগ, আসন সীমিত
- শেয়ারবাজারে তানিয়া শারমিন ও মাহবুব মজুমদার ৫ বছরের জন্য নিষিদ্ধ
- শেয়ারবাজারের ৩ প্রতিষ্ঠানের ২৯৬ কোটি টাকা মানি লন্ডারিং
- শেয়ারের অস্বাভাবিক দামের জন্য ডিএসইর সতর্কবার্তা
- শিক্ষার্থীদের আলোকিত ভবিষ্যত গড়তে পাশে থাকবে ঢাবি অ্যালামনাই
- ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তার
- ইপিএস ঘোষণার তারিখ জানাল দুই কোম্পানি
- ঢাবির ২০১৮-১৯ সেশনের অছাত্ররা হতে পারবেন না ভোটার-প্রার্থী
- জুলাই স্মৃতি জাদুঘর: টেন্ডার ছাড়াই ১১১ কোটি টাকার কাজ পেল দুই প্রতিষ্ঠান
- ঢাবি অ্যালামনাই ও নিউ হরাইজন কানাডিয়ান স্কুলের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- ১৬ জুলাই সরকারি ছুটি কি-না? যা জানা যাচ্ছে
- ডিভিডেন্ড পেয়েছে চার কোম্পানির বিনিয়োগকারীরা
- ঢাবির জিয়া হলে ‘ক্যারিয়ার টক’ অনুষ্ঠিত
- সর্বোচ্চ আগ্রহের তালিকায় ৪ খাতের শেয়ার