ঢাকা, সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

মহাসমারোহে সূচনা হলো 'জুলাই ওমেনস ডে'র

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুলাই ১৪ ২০:২৬:১৬
মহাসমারোহে সূচনা হলো 'জুলাই ওমেনস ডে'র

জুলাই গণঅভ্যুত্থানে নারীদের অবদান স্মরণ করে কেন্দ্রীয় শহিদ মিনারে সূচনা হলো 'জুলাই ওমেনস ডে'র।

সোমবার (১৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ছয়টায় অনুষ্ঠানটি শুরু হয়।

জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানটির কার্যক্রম শুরু হয়। গুড়িগুড়ি বৃষ্টি উপেক্ষা করে রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারে দেশের সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়। নারীদের অংশগ্রহণ অনুষ্ঠানটিকে আরো মাতিয়ে তোলে।

রাতব্যাপী জুলাইয়কে স্মরণ করে আরো নানা ধরনের আয়োজনের ব্যবস্থা করা হয়। সবশেষে, রাতে লেজার ড্রোন শো এর মধ্যে দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটবে। প্রতিবেদন লেখা পর্যন্ত জুলাইয়ের মেয়েদের স্মরণ করে গান গাওয়া হচ্ছিল। অনুষ্ঠানে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত