ঢাকা, সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২
‘তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু’
.jpg)
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যারা তারেক রহমানের বিরুদ্ধে কথা বলে তারা গণতন্ত্রের শত্রু। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ক্রমাগত ষড়যন্ত্রমূলক মিথ্যাচার ও অপপ্রচার এবং মিটফোর্ডে পাশবিক হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ নয়া পল্টনে এ বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি।
সোমবার বিকেলে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে একথা বলেন তিনি।
বিএনিপি মহাসচিব বলেন, যারা আজকে তারেক রহমানের বিরুদ্ধে বলে তারা গণতন্ত্রের শত্রু, যারা দেশের বিরুদ্ধে বলে তারা গণতন্ত্রের শত্রু, তারা এই দেশের মানুষের বিরুদ্ধে কথা বলে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকের শান্তিপূর্ণ র্যালির মাধ্যমে আমরা সবাইকে জানিয়ে দিতে চাই গণতন্ত্রের প্রশ্নে আমাদের কোনো আপস নেই। তিনি তারেক রহমানকে নিয়ে অশালীন বক্তব্য দেওয়া তথাকথিত রাজনৈতিক নেতাদের ধিক্কার জানান।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, তারা আমাদের নেতাকে নিয়ে অশ্লীল কথা বললেও আমরা তাদের ভাষায় কথা বলব না। আমাদের আদর্শই আমাদের পরিচয়। মিটফোর্ড এলাকায় হত্যাকাণ্ডের ঘটনায় তিনি সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
তিনি আরও বলেন, বিএনপি একমাত্র রাজনৈতিক শক্তি, যারা জনগণকে তাদের অধিকার ও লক্ষ্য অর্জনের পথে এগিয়ে নিতে পারে। আমাদের শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন এখন ২৬ ফেব্রুয়ারির নির্বাচনের দিকে কেন্দ্রীভূত। এ সিদ্ধান্ত তারেক রহমান এবং প্রধান উপদেষ্টার আলোচনার ভিত্তিতে হয়েছে এখানে কোনো ব্যতিক্রম হবে না।
সরকারের ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক করে ফখরুল বলেন, তারা আমাদের উত্তেজিত করে ফাঁদে ফেলতে চায়। কিন্তু আমরা সে পথে যাব না। আমাদের লক্ষ্য গণতন্ত্র প্রতিষ্ঠা, ভোটাধিকার ফিরিয়ে আনা, এবং জনগণের মৌলিক চাহিদা পূরণ করা।
তিনি বলেন, ওদের পরিকল্পনা ভয়াবহ। বাংলাদেশকে আবার অস্থিরতা ও দমন-পীড়নের দিকে ঠেলে দিতে চায়। কিন্তু বিএনপি, ছাত্রসমাজ ও জনগণ মিলে আমরা অতীতে যেমন ফ্যাসিস্টকে পরাজিত করেছি, এবারও ঐক্যবদ্ধভাবে সেই চক্রান্ত প্রতিহত করব।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলতি সপ্তাহে বেক্সিমকোর ফ্লোর প্রাইস ওঠার সম্ভাবনা
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তার জালে তিন কোম্পানি
- শেয়ারবাজারে তানিয়া শারমিন ও মাহবুব মজুমদার ৫ বছরের জন্য নিষিদ্ধ
- চ্যাটজিপিটি ব্যবহারে ভয়াবহ বিপদ, গবেষণায় উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
- শেয়ারের অস্বাভাবিক দামের জন্য ডিএসইর সতর্কবার্তা
- শেয়ারবাজারের ৩ প্রতিষ্ঠানের ২৯৬ কোটি টাকা মানি লন্ডারিং
- শিক্ষার্থীদের আলোকিত ভবিষ্যত গড়তে পাশে থাকবে ঢাবি অ্যালামনাই
- ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তার
- ঢাবির ২০১৮-১৯ সেশনের অছাত্ররা হতে পারবেন না ভোটার-প্রার্থী
- শোক সংবাদ পেয়ে কান্নায় ভেঙে পড়লেন পলক
- ডিভিডেন্ড পেয়েছে চার কোম্পানির বিনিয়োগকারীরা
- ১৫ দিনে ১৭ প্রতিষ্ঠানে ২০ শতাংশের বেশি মুনাফা
- সর্বোচ্চ আগ্রহের তালিকায় ৪ খাতের শেয়ার
- বিনিয়োগকারীদের সর্বোচ্চ চাহিদার শীর্ষে ৭ কোম্পানি
- ১৬ জুলাই সরকারি ছুটি কি-না? যা জানা যাচ্ছে