ঢাকা, শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২

ভুয়া বিজ্ঞপ্তি প্রকাশ

কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিল পিএসসি

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুলাই ১০ ২৩:৫১:০২
কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিল পিএসসি

৪৮তম (বিশেষ) বিসিএস পরীক্ষা-২০২৫ স্থগিত হয়েছে- এমন একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হচ্ছে; বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) দৃষ্টি আকর্ষণ করেছে। তবে কমিশন জানিয়েছে, এ তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা ও বানোয়াট।

আজ বৃহস্পতিবার (১০ জুলাই) পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস.এম. মতিউর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার)-এর নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো যে বিজ্ঞপ্তিটি প্রচারিত হয়েছে, তা কমিশনের কোনো অফিসিয়াল মাধ্যম থেকে প্রকাশ করা হয়নি। এমন বিভ্রান্তিকর গুজবে কান না দিয়ে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট (www.bpsc.gov.bd) থেকে সঠিক তথ্য যাচাই করার আহ্বান জানানো হয়।

পিএসসি আরও জানিয়েছে, ভুয়া তথ্য ছড়িয়ে বিভ্রান্তি তৈরির এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কেউ যদি উদ্দেশ্যপ্রণোদিতভাবে এমন মিথ্যা তথ্য ছড়িয়ে পরীক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেন, তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।

কমিশন স্পষ্ট করেছে, ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা স্থগিত সংক্রান্ত কোনো প্রেস বিজ্ঞপ্তি এখন পর্যন্ত তাদের পক্ষ থেকে প্রকাশ করা হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে যেটি ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন, মনগড়া এবং বিভ্রান্তিকর।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত