ঢাকা, রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

নির্বাচনকালীন আইনশৃঙ্খলা সমন্বয়ে ইসির কমিটি গঠন

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুলাই ১০ ১৬:২১:৪৭
নির্বাচনকালীন আইনশৃঙ্খলা সমন্বয়ে ইসির কমিটি গঠন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা সমন্বয় ও তদারকির জন্য একটি সমন্বয় কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির উপসচিব মো. শাহ আলম স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, নির্বাচনের সময় মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি মনিটরিং ও সমন্বয়ের জন্য এই কমিটি কাজ করবে। কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন ইসির সিনিয়র সচিব, অতিরিক্ত সচিব, আইডিইএ প্রকল্পের প্রকল্প পরিচালক (দ্বিতীয় পর্যায়), যুগ্মসচিব (প্রশাসন ও অর্থ), যুগ্মসচিব (নির্বাচন ব্যবস্থাপনা-২)। সদস্যসচিব হিসেবে দায়িত্বে থাকবেন উপসচিব (নির্বাচন পরিচালনা-২)। প্রয়োজনবোধে কমিটি অতিরিক্ত কর্মকর্তাদের কো-অপ্ট করতে পারবে।

কমিটির দায়িত্ব ও কার্যপরিধি:

ক) নির্বাচন পরিচালনা কাজের জন্য নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ;

খ) নির্বাচনের দায়িত্বে নিয়োজিতব্য আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রমের তদারকি ও সমন্বয়;

গ) পুলিশ, র‍্যাব, বিজিবি, কোস্ট গার্ড, সশস্ত্র বাহিনী, আনসার ও অন্যান্য সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিতকরণ;

ঘ) ভোটকেন্দ্র বা নির্বাচনি এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সমন্বয় সাধন;

ঙ) ব্যালট পেপারসহ বিভিন্ন নির্বাচনি মালামাল পরিবহণ, বিতরণ এবং ভোটগ্রহণ কাজে নিরাপত্তা বিধানের জন্য মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয় করে রিটার্নিং অফিসার ও প্রিজাইডিং অফিসারদের সহায়তা প্রদান;

চ) নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত সকল বাহিনীর সঙ্গে সমন্বয়পূর্বক সম্ভাব্য সহিংসতা, সন্ত্রাস বা বিশৃঙ্খলার আশঙ্কা নিরূপন ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ; এবং হ) প্রাসঙ্গিক অন্যান্য বিষয়াদি।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত