ঢাকা, বুধবার, ৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগেরও বিচার করা উচিত : মির্জা ফখরুল

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুলাই ০৯ ১৫:১৪:৪৫
শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগেরও বিচার করা উচিত : মির্জা ফখরুল

গণহত্যার দায় শুধু প্রধানমন্ত্রী শেখ হাসিনার একার নয়, এর দায় দলীয়ভাবেও আওয়ামী লীগের—এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (৯ জুলাই) রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটালে চিকিৎসাধীন দলের নেতা আব্দুল কুদ্দুসকে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “শেখ হাসিনা ও আওয়ামী লীগের সবচেয়ে বেশি রোষানলের শিকার হয়েছে বিএনপি। সর্বশেষ যে গণহত্যা ঘটেছে তাতে সরাসরি সম্পৃক্ত শেখ হাসিনা। এজন্য শুধু তাকেই নয়, আওয়ামী লীগকেও দল হিসেবে বিচারের মুখোমুখি হওয়া উচিত।”

নির্বাচন ও সংস্কার প্রসঙ্গে ফখরুল বলেন, “নির্বাচন আর সংস্কার একে অপরের বিপরীত নয়। দেশের মানুষ নির্বাচন চায়। তাই যারা নির্বাচন পেছানোর কথা বলছেন তাদের বিষয়টি পুনর্বিবেচনা করা উচিত।”

এ সময় তিনি দেশের স্বার্থে সব রাজনৈতিক দলের ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত