ঢাকা, রবিবার, ৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

আগামী ৫ দিন বৃষ্টির আভাস, ঝড়ের শঙ্কায় ৬ জেলা

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুলাই ০৬ ১৬:২০:০৮
আগামী ৫ দিন বৃষ্টির আভাস, ঝড়ের শঙ্কায় ৬ জেলা

বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু বর্তমানে মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে তা প্রবল আকারে অবস্থান করছে। এ অবস্থায় দেশের ছয়টি জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার গতিতে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

রোববার (৬ জুলাই) আবহাওয়াবিদ শাহানাজ সুলতানার সই করা নদীবন্দর সতর্কবার্তায় বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার এলাকায় দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়ার সঙ্গে অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের ১২০ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি শাখা উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত পৌঁছেছে। আগামী ১২ ঘণ্টার মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

দিনভিত্তিক পূর্বাভাস:

৬ জুলাই: খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। কিছু কিছু এলাকায় ভারি থেকে অতি ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে। তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

৭ জুলাই: ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক স্থানে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। কিছু এলাকায় ভারি বর্ষণও হতে পারে।

৮ জুলাই: চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেটের অধিকাংশ এবং ঢাকা, খুলনা ও বরিশালের অনেক স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজশাহী ও রংপুরেও কিছু কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে।

৯ জুলাই: রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক অংশে এবং রাজশাহী, খুলনা ও বরিশালের কিছু কিছু জায়গায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণও হতে পারে।

১০ জুলাই: রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক এলাকায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশালের কিছু স্থানে বৃষ্টি হতে পারে। এ সময় দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সামনের পাঁচ দিন দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে। জনগণকে সেই অনুযায়ী প্রস্তুতি নিতে বলা হয়েছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত