ঢাকা, বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২
পালিয়ে যাবে না এমন কাউকে নির্বাচিত করুন: উপদেষ্টা ফাওজুল
জামালপুরের মাদারগঞ্জে অনুসন্ধান কূপ পরিদর্শনে এসে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, দেশের উন্নয়ন প্রকল্পগুলো সঠিকভাবে ব্যয় করতে হলে সঠিক নেতৃত্ব নির্বাচন করা জরুরি। এমন কাউকে নির্বাচিত করতে হবে যিনি প্রকল্পে স্বচ্ছতা আনবেন, ব্যয়ের ক্ষেত্রে সততা দেখাবেন এবং ভবিষ্যতে পালিয়ে যাওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি করবেন না। তিনি জনগণকে আহ্বান জানান, যেন এমন প্রতিনিধি বেছে নেওয়া হয় যিনি স্থানীয়ভাবে থাকেন এবং জনসাধারণের জবাবদিহির মধ্যে থাকেন।
শুক্রবার (৪ জুলাই) বিকেল ৩টার দিকে জামালপুর-১ অনুসন্ধান কূপ খনন কার্যক্রম পরিদর্শনের সময় এসব কথা বলেন উপদেষ্টা। তিনি আরও জানান, সরকার একটি সফল নির্বাচন করতে চায় এবং নির্বাচন কমিশনের প্রধান উপদেষ্টা স্মরণকালের সেরা নির্বাচন উপহার দিতে চান। সেই নির্বাচনে ভোটাররা যাতে স্বাধীনভাবে ভোট দিতে পারেন, পোলিং এজেন্টরা যেন কেন্দ্রে উপস্থিত থাকতে পারেন এবং ভোট গণনা যেন উন্মুক্তভাবে হয়—তা নিশ্চিত করা হবে। তিনি বলেন, সরকারপক্ষ কোনো দলের সমর্থনে নেই, যেই নির্বাচিত হোক, তাকেই স্বাগত জানানো হবে। তবে এসব ব্যবস্থা করতে না পারলে ভবিষ্যৎ পরিস্থিতি খারাপ হতে পারে বলেও তিনি সতর্ক করেন।
জামালপুর-১ অনুসন্ধান কূপ সম্পর্কে তিনি জানান, এলাকাটিতে গ্যাস রয়েছে, যা আগে কেউ জানত না। বর্তমানে কূপ থেকে প্রতিদিন পাঁচ এমএমসিএফ (মিলিয়ন ঘনফুট) গ্যাস পাওয়া যাচ্ছে। এই কূপের তিন কিলোমিটার দূরে আরেকটি কূপ খননের পরিকল্পনা রয়েছে। সেখানে খননের আগে আরও কিছু সিসমিক সার্ভে করা হবে, যাতে গ্যাসের মজুদ সম্পর্কে ভালোভাবে নিশ্চিত হওয়া যায়। তিনি বলেন, এখানে যে গ্যাস পাওয়া যাচ্ছে, তা যেন নষ্ট না হয়, এজন্য একটি মোবাইল গ্যাস প্রসেসিং প্ল্যান আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। কারণ কূপ থেকে সরাসরি গ্যাস ব্যবহার করা যায় না; সেটি পরিশোধন করে ব্যবহার উপযোগী করতে হয়। এ গ্যাস স্থানীয় শিল্পকারখানায় ব্যবহারের লক্ষ্যে কাজে লাগানো হবে।
পরিদর্শনের সময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. ফজলুল হক, পেট্রোবাংলার চেয়ারম্যান রেজানুর রহমান, জেলা প্রশাসক হাছিনা বেগম এবং অনুসন্ধান কূপ প্রকল্পের পরিচালক মো. মোজাম্মেল হকসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৮০ সালে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তারতাপাড়া এলাকায় গ্যাসের অস্তিত্ব ধরা পড়ে। এরপর ২০১৪-১৫ ও ২০১৫-১৬ অর্থবছরে টু-ডি এবং থ্রি-ডি সিসমিক সার্ভে করা হয়। সেই উপাত্ত বিশ্লেষণ করে বাপেক্স ১৬৮ কোটি টাকা ব্যয়ে ২০২৫ সালের ২৪ জানুয়ারি ‘জামালপুর-১ অনুসন্ধান কূপ খনন কার্যক্রম’ শুরু করে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম ভারত: খেলাটি কবে, কোথায়, কখন-জানুন সময়সূচি
- নতুন মার্জিন নীতিতে কারা সুবিধা পাবেন, কারা হারাবেন?
- ভারত বনাম অস্ট্রেলিয়া: কবে, কখন, কোথায়-যেভবে দেখবেন সরাসরি(LIVE)
- শেয়ারবাজারই হতে পারে ওষুধ শিল্পের নতুন প্রাণশক্তি: ডিএসই চেয়ারম্যান
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)
- আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঝড়ো শুরু, সরাসরি দেখুন এখানে(LIVE)
- দুই বছর ডিভিডেন্ড না দেওয়ায় ‘জেড’ ক্যাটাগরিতে অবনমন
- ‘নো ডিভিডেন্ড’- এর বদনাম ঘুচাল বস্ত্র খাতের তিন কোম্পানি
- শিক্ষাবৃত্তি: প্রতি মাসে পাবে ৩ হাজার টাকা, আবেদন করবেন যেভাবে
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা
- পাঁচ ব্যাংকের শেয়ার শূন্য ঘোষণা নিয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা
- পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা কী পাবেন? জানালেন গভর্নর
- সাপোর্টের রেকর্ড মুনাফা, ১৫ বছরে সর্বোচ্চ ডিভিডেন্ড
- বিএসইসির সাবেক চেয়ারম্যান খায়রুল হোসেনের বিরুদ্ধে দুদকের তদন্ত শুরু