ঢাকা, মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২
জবির দ্বিতীয় ক্যাম্পাস নিয়ে সুস্পষ্ট বক্তব্য চায় শিক্ষার্থীরা
ডুয়া নিউজ: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর এবং ক্যাম্পাসের কাজের অগ্রগতি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি স্পষ্ট কোনও বক্তব্য না দেয়, তাহলে ফের কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের শিক্ষার্থীরা।
আজ রবিবার (৫ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন তারা।
এ সময় জবি শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি রাকিব বলেন, "গত ১২ নভেম্বর দ্বিতীয় ক্যাম্পাস সেনাবাহিনীর কাছে হস্তান্তরের দাবিতে আন্দোলনের পরিপ্রেক্ষিতে ১৩ নভেম্বর একটি সভা অনুষ্ঠিত হয়, যেখানে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, শিক্ষা মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টা এবং ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়েছিল যে, বিশ্ববিদ্যালয় প্রশাসন সেনাবাহিনীকে কাজ হস্তান্তরের সিদ্ধান্ত নেবে।"
তিনি আরও বলেন, "আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বসে তাদের একটি যৌক্তিক সময় দিয়েছিলাম, কিন্তু দেড় মাস পরও কোনো অগ্রগতি দেখা যায়নি। তাই আজ আমরা প্রশাসনের কাছে ক্যাম্পাসের কাজের অগ্রগতি সম্পর্কে আপডেট চাইছি।"
এ সময় তিনি তিনটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন,
তারা নিম্নোক্ত বিষয়গুলো অবহিত করে—
প্রথমত, বিশ্ববিদ্যালয় প্রশাসন চেয়েছে জরুরি ভিত্তিতে পিডি নিয়োগ দিতে, কিন্তু এ বিষয়ে অভিযোগ ওঠায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) পরিষ্কারভাবে জানিয়েছে, পিডি নিয়োগ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আইন অনুযায়ী সম্পন্ন হবে।
দ্বিতীয়ত, দ্বিতীয় ক্যাম্পাস-সংক্রান্ত বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতোমধ্যে ইউজিসি বরাবর একটি চিঠি দিয়েছে। ইউজিসি সেই চিঠিটি কয়েক দিনের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাবে বলে তাদের জানিয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং দ্রুত কার্যকর সিদ্ধান্ত নেওয়া হবে।
তৃতীয়ত, ভূমি অধিগ্রহণ সম্পন্ন হয়েছে বলেও জানান বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রাকিব বলেন, "আমরা আমলাতান্ত্রিক জটিলতা আর দেখতে চাই না। তাই আমাদের আন্দোলন ছিল এসব জটিলতা এড়ানোর জন্য।"
তিনি আরও বলেন, "বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, এই সপ্তাহে শিক্ষা মন্ত্রণালয়ে মিটিং হবে। আমরা মিটিং পর্যন্ত অপেক্ষা করব। কিন্তু এই সপ্তাহের মধ্যে যদি দ্বিতীয় ক্যাম্পাস নিয়ে সুস্পষ্ট সিদ্ধান্ত না আসে, তাহলে আমরা কঠোর কর্মসূচি গ্রহণ করব।"
ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রায়হান রাব্বি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, "আমরা কঠোর আন্দোলন শুরু করব যদি আমাদের সুস্পষ্ট বক্তব্য না দেওয়া হয়। আমরা শিগগিরই কর্মসূচি জানিয়ে দেব।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে আসছে রাষ্ট্র ও বহুজাতিক ১৫ কোম্পানি
- ভারতে ঢাবির দুই ছাত্রীর ছবি নিয়ে তোলপাড়, ক্ষোভ
- ১১'শ শিক্ষার্থীকে বৃত্তি দিবে ঘুড্ডি ফাউন্ডেশন
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১৪ কোম্পানি
- ডিএনসিসির শিক্ষাবৃত্তি পাবে ২ হাজার শিক্ষার্থী
- স্কয়ার ফার্মার বাজার মূলধনে নতুন মাইলফলক
- শেয়ারবাজারে বড়দের দাপট, ছোটদের পিছুটান
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৪ প্রতিষ্ঠান
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৭ প্রতিষ্ঠান
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- বিকালে আসছে ১০ কোম্পানির ইপিএস
- বিকালে আসছে ২১ কোম্পানির ইপিএস
- নতুন সিনেট সদস্য হলেন ঢাবির ৫ অধ্যাপক
- শিবলী রুবাইয়াত ও শেখ শামসুদ্দিন শেয়ারবাজারে অবাঞ্ছিত ঘোষণা
- ক্যাশ ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা