ঢাকা, রবিবার, ১৭ আগস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২
জাতীয় ঐকমত্যে পৌঁছাতে সর্বোচ্চ সহযোগিতায় বিএনপি
.jpg)
বিএনপি সর্বোচ্চ সহযোগিতার মাধ্যমে জাতীয় ঐকমত্য গঠনে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ।
তিনি জানান, অর্থবিল ও আস্থাভোট ছাড়া অন্যান্য বিষয়ে সংসদ সদস্যদের স্বাধীনতার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে ইতিমধ্যে ঐকমত্য গঠিত হয়েছে।
বুধবার (২ জুলাই) ঢাকার ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের অষ্টম দিনের বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
সালাহ উদ্দিন বলেন, আলোচনার মূল বিষয় ছিল সংসদীয় আসনের সীমানা নির্ধারণ এবং তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির কাঠামোতে বিচার বিভাগ বাদ দিয়ে গ্রহণযোগ্য বিকল্প প্রস্তাব তৈরি। এ প্রসঙ্গে তিনি জানান, সংবিধানের ১১৯ অনুচ্ছেদ অনুযায়ী সীমানা নির্ধারণের দায়িত্ব নির্বাচন কমিশনের থাকলেও বিশেষায়িত কমিটি গঠনের বিষয়ে বিএনপির প্রস্তাবে একমত হয়েছে অন্যান্য দল।
তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে সালাহ উদ্দিন বলেন, এই ব্যবস্থা পুনর্বহালের বিষয়ে রিভিউ আদালতে বিচারাধীন আছে, আশা করা যায় রায় জনগণের পক্ষে যাবে। তিনি আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকারের গঠনতন্ত্রে বিকল্প পথ উন্মুক্ত রাখা জরুরি—যেমন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতির পরিবর্তে নিরপেক্ষ অন্য কাউকে প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগের সুযোগ। এমন একটি কাঠামো তৈরি করা দরকার যা রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে গৃহীত হয়।
সংস্কার উদ্যোগে বিএনপির ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, সরকার ও জাতির স্বার্থে প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছরের মধ্যে সীমাবদ্ধ রাখার প্রস্তাব আমরা দিয়েছি। এর মাধ্যমে স্বৈরাচারী শাসনের পথ রোধ করে শাসনব্যবস্থায় ভারসাম্য আনা সম্ভব হবে।
তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ প্রসঙ্গে বিএনপির প্রস্তাব, মেয়াদ হবে সর্বোচ্চ তিন মাস, বিশেষ পরিস্থিতিতে এক মাস বাড়ানোর সুযোগ রাখা যেতে পারে। সালাহ উদ্দিন বলেন, নির্বাচন কমিশনের এখতিয়ার শুধু জাতীয় সংসদ ও রাষ্ট্রপতি নির্বাচন—স্থানীয় সরকার নির্বাচন এর আওতাভুক্ত নয়। সংশোধন প্রস্তাব দেওয়া যেতে পারে, তবে সিদ্ধান্ত নেওয়ার জন্য সকলের ঐকমত্য প্রয়োজন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- হলে ঢাবি ছাত্রীর হঠাৎ অসুস্থতা, হাসপাতালে মৃত্যু
- মার্জিন ঋণে মিউচুয়াল ফান্ড ও বন্ডে বিনিয়োগ করা যাবে না
- ‘পদত্যাগ করতে পারেন ড. ইউনূস’
- শেয়ারবাজারের ৬ ব্যাংকের রেকর্ড মুনাফা, ৫ ব্যাংকের লোকসান
- বিদেশি বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে পাঁচ শেয়ার
- ঢাবির হলে 'গাঁ’জার আসর', চার শিক্ষার্থীকে আটক
- ১২ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৯ খবর
- মার্জিন ঋণ নিয়ে গুজব: ফের অস্থির শেয়ারবাজার
- ডিএসইর সতর্কবার্তার জালে দুর্বল দুই কোম্পানির শেয়ার
- দুই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা জারি
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- বেক্সিমকো-বেক্সিমকো ফার্মাসহ চার ব্যক্তি-এক প্রতিষ্ঠানকে জরিমানা-সতর্ক
- সামিটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কিনছে আরব আমিরাতের কোম্পানি
- বেসরকারি হাসপাতাল মালিকদের নতুন কমিটির অভিষেক শনিবার
- বিসিএসে স্বতন্ত্র বিভাগে অন্য বিভাগ অন্তর্ভুক্তির প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ