ঢাকা, বুধবার, ২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

এফবিসিসিআই নির্বাচন পেছানোর ঘোষণা

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুলাই ০২ ১৮:৪৪:৩০
এফবিসিসিআই নির্বাচন পেছানোর ঘোষণা

দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআই-এর ২০২৫-২৬ ও ২০২৬-২৭ মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচন ৪৫ দিন পিছিয়ে দেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

মঙ্গলবার (২ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সংগঠনটির মহাসচিব মো. আলমগীর। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, নির্বাচন বোর্ড নতুন করে তফসিল ঘোষণা করবে এবং ভোটের তারিখ নির্ধারণ করবে। এ বিষয়ে নির্বাচন বোর্ড জানিয়েছে, নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে খুব শিগগিরই পুনঃতফসিল প্রকাশ করা হবে।

এর আগে ১৮ জুন নির্বাচনের তফসিল ঘোষণা করে ৭ সেপ্টেম্বর ভোটের দিন নির্ধারণ করা হয়েছিল। তবে সময় বাড়ানোর কারণে ওই তারিখে নির্বাচন হচ্ছে না।

প্রসঙ্গত, এফবিসিসিআই-এর নির্বাচনে দেশের বিভিন্ন চেম্বার ও অ্যাসোসিয়েশনভুক্ত বাণিজ্য সংগঠনের প্রতিনিধি সদস্যরা অংশ নেন। এর মাধ্যমে দুই বছরের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

চাকরিচ্যুত হলেন আলোচিত সেই ম্যাজিস্ট্রেট

চাকরিচ্যুত হলেন আলোচিত সেই ম্যাজিস্ট্রেট

অসদাচরণের অভিযোগে দায়ের করা মামলায় লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সাবেক নির্বাহী ম্যাজিস্ট্রেট আলোচিত তাপসী তাবাসসুম ঊর্মিকে চাকরিচ্যুত করা হয়েছে। বর্তমানে... বিস্তারিত