ঢাকা, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

রাতের ভোটের দায় স্বীকার করলেন সাবেক সিইসি

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুলাই ০১ ১৮:৪১:৪৪
রাতের ভোটের দায় স্বীকার করলেন সাবেক সিইসি

গ্রেপ্তারের পর প্রথমবারের মতো রাষ্ট্রদ্রোহ ও জনগণের ভোট ছাড়া নির্বাচন সম্পন্ন করার বিষয়টি স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

আজ মঙ্গলবার (০১ জুলাই) ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতে তিনি জবানবন্দী দেন।

এর আগে আওয়ামী লীগ সরকারের সময় অনুষ্ঠিত তিনটি জাতীয় নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনারসহ মোট ২৪ জনের বিরুদ্ধে মামলা করেছে বিএনপি। গত ২২ জুন রাজধানীর শেরেবাংলা নগর থানায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. সালাহউদ্দিন খান বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর সেদিন সন্ধ্যায় স্থানীয় জনতা তাকে আটক করে। পরে উত্তরা পশ্চিম থানা পুলিশ এসে তাকে হেফাজতে নেয়। এরপর আজ আদালতে রাতের ভোটের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিলেন সিইসি কে এম নূরুল হুদা।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত