ঢাকা, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

স্থানীয় নির্বাচন নিয়ে কোনো প্রস্তুতি নেই: সিইসি

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুলাই ০১ ১৭:১৬:২৪
স্থানীয় নির্বাচন নিয়ে কোনো প্রস্তুতি নেই: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশন ‘ফুল গিয়ারে’ প্রস্তুতি নিচ্ছে।

তিনি জানান, এই মুহূর্তে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কমিশনের কোনো পরিকল্পনা নেই। মঙ্গলবার (১ জুলাই) বিকেলে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সিইসি এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, বর্তমানে নির্বাচন কমিশনের পুরো মনোযোগ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরেই। তিনি বলেন, নির্বাচনের প্রস্তুতি চলছে ‘ফুল গিয়ারে’। এই মুহূর্তে স্থানীয় নির্বাচন নিয়ে কোনো প্রস্তুতি নেই।

সম্প্রতি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচিত বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, এটি ছিল নিছকই একটি সৌজন্য সাক্ষাৎ। তিনি যেমন নিরপেক্ষ, আমিও তাই। স্বাভাবিকভাবেই সেখানে নির্বাচনের বিষয়টিও আলোচনায় এসেছে। প্রধান উপদেষ্টাও নির্বাচন নিয়ে আন্তরিক।

সরকারের সঙ্গে যোগাযোগের প্রসঙ্গে সিইসি বলেন, বিভিন্ন প্রশাসনিক বিষয়ে সরকারের সঙ্গে যোগাযোগ করতেই হয়। তবে শুধুমাত্র প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ মানেই সরকারের সঙ্গে দেখা নয়। আমি তো বন্দি নই যে, কোথায় যাচ্ছি তা জানিয়ে যেতে হবে।

নির্বাচনের সময়সূচি নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না, এমন প্রশ্নে তিনি জানান, এখনো কোনো তারিখ নিয়ে আলোচনা হয়নি। সময় হলে নির্বাচন কমিশন তা জানাবে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত