ঢাকা, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রস্তুতি গ্রহণের নির্দেশ

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুলাই ০১ ০৬:১৫:১২
নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রস্তুতি গ্রহণের নির্দেশ

আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন ধরে নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নির্বাচনের আগে সদস্যদের সমন্বয়ে অন্তত দুটি মহড়া আয়োজনের কথা বলা হয়েছে—একটি সেপ্টেম্বরে এবং অন্যটি নির্বাচনের ঠিক আগে।

সোমবার (৩০ জুন) আইনশৃঙ্খলা–সংক্রান্ত কোর কমিটির সভায় এসব সিদ্ধান্ত হয়। বৈঠকে উপস্থিত একজন উপদেষ্টা আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি নির্বাচনের সহিংসতা মোকাবেলায় সমন্বিত প্রস্তুতির ওপর জোর দেন। যদিও আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হচ্ছে, তবে ডাকাতির সংখ্যা বেড়েছে বলে পুলিশের একজন কর্মকর্তা জানান। প্রধান উপদেষ্টার একজন বিশেষ সহকারী ধর্ষণের ঘটনাকে গুরুত্বের সঙ্গে নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, অনেক ঘটনা গণমাধ্যমে আসে না।

ঢাকার রাস্তা থেকে পুরোনো বাস তুলে নেওয়ার কর্মসূচি ১লা জুলাই থেকে ৫ই আগস্টের 'জুলাই গণ-অভ্যুত্থান' ব্যস্ততার কারণে ৬ই আগস্টে পিছিয়ে দেওয়া হয়েছে বলে সভায় সিদ্ধান্ত হয়েছে।

এছাড়াও, জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের সময় পুলিশের লুট হওয়া প্রায় দেড় হাজার আগ্নেয়াস্ত্র এখনো উদ্ধার হয়নি। এ বিষয়ে র‌্যাব পুরস্কার ঘোষণার প্রস্তাব দিলে, সরকার লুন্ঠিত অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা করবে বলে সিদ্ধান্ত হয়, তবে এজন্য প্রধান উপদেষ্টার সম্মতি লাগবে।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী নির্বাচনের প্রস্তুতি বা অন্য বিষয়ে কথা না বললেও উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার ব্যাগ থেকে বিমানবন্দরে ম্যাগাজিন উদ্ধারের ঘটনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা এটিকে 'জাস্ট একটা ভুল' বলে উল্লেখ করেন এবং জানান এটি আসিফ মাহমুদের লাইসেন্সকৃত পিস্তলের ম্যাগাজিন ছিল। তিনি আরও বলেন, প্রথম দুই প্রবেশপথে কেন ধরা পড়েনি, তা নিয়ে তদন্ত চলছে এবং কোনো বিশেষ সুবিধা যেন কেউ না পায়, তা নিশ্চিত করতে বলা হয়েছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ঢাবি দিবসে আজ যত আয়োজন

ঢাবি দিবসে আজ যত আয়োজন

'বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণে ঢাকা বিশ্ববিদ্যালয়’ প্রতিপাদ্যে আজ ১ জুলাই ২০২৫ মঙ্গলবার ১০৫তম ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করা হবে। এ... বিস্তারিত