ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২
বাংলাদেশ ব্যাংকের গভর্নররা সরকারের এজেন্ট: অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন আমার পরে যারা বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়েছেন তারা সবাই সরকারের এজেন্ট হিসেবে কাজ করেছেন।
তিনি বলেন, আগে বাংলাদেশ ব্যাংক চলত সরকারি নির্দেশ ও আদেশে। একইসঙ্গে যারা গভর্নর ছিলেন, তারা প্রকৃতপক্ষে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন না। ‘সরি টু সে’, তারা সরকারের এজেন্ট হিসেবে কাজ করেছেন। এখন কিন্তু সে অবস্থা নেই।
সোমবার (৩০ জুন) বিকেলে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
দুর্নীতি দমন কমিশন (দুদক) নিয়ে চলমান আলোচনা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে সরকার উপদেষ্টা সাফ জানিয়ে দিয়েছেন, আমি দুদক সম্পর্কে কোনো উত্তর দেব না। দুদকের নিজস্ব প্রক্রিয়া রয়েছে, প্রশ্ন থাকলে তাদের কাছেই করুন। তিনি জোর দিয়ে বলেন, এখন সরকারের পক্ষ থেকে কোনো হস্তক্ষেপ করা হয় না, এবং সেটি সবার চোখেই পড়ছে।
দুদকের সাম্প্রতিক অনুসন্ধান প্রসঙ্গে তিনি বলেন, এনবিআরের যেসব কর্মকর্তা চলমান আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, তাদের মধ্যে ছয়জনের বিরুদ্ধে দুদক অনুসন্ধান শুরু করেছে। তবে, কেন এই সময়েই তদন্ত শুরু হলো এমন প্রশ্নে তিনি জানান, দুদক দেখবে যদি কোনো ইস্যু থাকে। সময় নিয়ে ভাবার কিছু নেই।
বাংলাদেশ ব্যাংক সম্পর্কেও তিনি বলেন, আগে বাংলাদেশ ব্যাংক অর্থ মন্ত্রণালয়ের ইশারায় চলত। আমি নিজে যখন বাংলাদেশ ব্যাংকে ছিলাম, তখন অনেক কিছু ঠেকিয়েছি। কিন্তু তখনকার গভর্নররা সরকারের এজেন্টের মতোই কাজ করতেন। এখন সে অবস্থা নেই।
তিনি জানান, এনবিআর ছাড়াও অনেক সাধারণ মানুষ অভিযোগ করছেন যে তাদের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে, নানা সমস্যায় পড়েছেন। এসব বিষয়ও আলাদাভাবে দেখা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- হলে ঢাবি ছাত্রীর হঠাৎ অসুস্থতা, হাসপাতালে মৃত্যু
- মার্জিন ঋণে মিউচুয়াল ফান্ড ও বন্ডে বিনিয়োগ করা যাবে না
- ‘পদত্যাগ করতে পারেন ড. ইউনূস’
- বিদেশি বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে পাঁচ শেয়ার
- শেয়ারবাজারের ৬ ব্যাংকের রেকর্ড মুনাফা, ৫ ব্যাংকের লোকসান
- ঢাবির হলে 'গাঁ’জার আসর', চার শিক্ষার্থীকে আটক
- ১২ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৯ খবর
- মার্জিন ঋণ নিয়ে গুজব: ফের অস্থির শেয়ারবাজার
- দুই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা জারি
- বাংলাদেশ ব্যাংকের ‘লাল তালিকা’য় ২০ আর্থিক প্রতিষ্ঠান
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- বেক্সিমকো-বেক্সিমকো ফার্মাসহ চার ব্যক্তি-এক প্রতিষ্ঠানকে জরিমানা-সতর্ক
- সামিটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কিনছে আরব আমিরাতের কোম্পানি
- বেসরকারি হাসপাতাল মালিকদের নতুন কমিটির অভিষেক শনিবার
- ভালুকায় প্রথম পাঁচতারা হোটেল চালু করছে বেস্ট হোল্ডিংস