ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২

মেয়াদোত্তীর্ণ গাড়ি তুলে নেওয়া হবে সড়ক থেকে : পরিবেশ উপদেষ্টা

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুন ৩০ ১২:১০:১৯
মেয়াদোত্তীর্ণ গাড়ি তুলে নেওয়া হবে সড়ক থেকে : পরিবেশ উপদেষ্টা

বায়ুদূষণ রোধে মেয়াদোত্তীর্ণ যানবাহন ধাপে ধাপে সড়ক থেকে অপসারণ করা হবে বলে জানিয়েছেন পানি সম্পদ ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

সোমবার (৩০ জুন) সচিবালয়ে চীনের একটি বিশেষজ্ঞ দলের সঙ্গে বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিষয়ে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, বায়ুদূষণ রোধে শীতকাল বা আগামী অক্টোবরের আগে ভাঙাচোরা রাস্তার মেরামত কাজ শেষ করা হবে। এছাড়াও পুরনো মেয়াদোত্তীর্ণ গাড়ি পর্যায়ক্রমে সড়ক থেকে তুলে নেওয়া হবে। নতুন ২৫০টি গাড়ি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, বায়ুদূষণ রোধে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেয়া হচ্ছে এজন্য বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে। এটি রোধে একটি ওয়ার্কিং কমিটি গঠন করা হবে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত