ঢাকা, শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২
এনবিআরের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্তে নামল দুদক
.jpg)
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ছয়জন শীর্ষ কর কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযুক্তদের মধ্যে রয়েছেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি ও গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনকারী কয়েকজন কর্মকর্তা।
রোববার (২৯ জুন) দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, কর ফাঁকি দিতে ঘুষ নেওয়া, করদাতাদের হয়রানি এবং বাড়তি কর ফেরতের নামে অর্থ আত্মসাতের মতো গুরুতর অভিযোগে তদন্ত শুরু হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু কর কর্মকর্তা দীর্ঘদিন ধরে করদাতাদের কাছ থেকে মোটা অঙ্কের ঘুষ নিয়ে কর ফাঁকির সুবিধা দিয়ে আসছেন, যার ফলে প্রতিবছর সরকার বিপুল রাজস্ব হারাচ্ছে। অনেক সময় করদাতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েও হয়রানি করা হয়। এমনকি যেসব করদাতা অগ্রিম বা অতিরিক্ত কর পরিশোধ করেন, তাদের টাকা ফেরত পেতে ঘুষ দিতে হয় বলেও অভিযোগ রয়েছে।
দুদকের ভাষ্য অনুযায়ী, কর ফেরতের অর্ধেক অর্থ ঘুষ হিসেবে দিতে হয় — এমন প্রক্রিয়া গত দুই দশকের বেশি সময় ধরে চলছে। অভিযুক্তরা শুল্ক, ভ্যাট ও আয়কর বিভাগে দায়িত্বে থাকার সময় নানা অনিয়ম ও স্বজনপ্রীতির মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ গড়েছেন।
দুদক যাদের বিরুদ্ধে প্রাথমিক অনুসন্ধান করছে, তারা হলেন — আয়কর নীতি বিভাগের সদস্য এ কে এম বদিউল আলম, ঢাকা কর অঞ্চল-৮ এর অতিরিক্ত কর কমিশনার মির্জা আশিক রানা, বিসিএস কর একাডেমির যুগ্ম কমিশনার মোহাম্মদ মোরশেদ উদ্দীন খান, ঢাকা কর অঞ্চল-১৬ এর উপ-কর কমিশনার মোনালিসা শাহরীন সুস্মিতা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত কমিশনার হাছান তারেক রিকাবদার এবং কাস্টমসের অতিরিক্ত কমিশনার সাধন কুমার কুন্ডু।
এদিকে এনবিআরের অভ্যন্তরে চলমান সংকট এবং দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’-এর ডাকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালিত হচ্ছে। এ নিয়ে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, কর্মকর্তারা দ্রুত কাজে না ফিরলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বল্প মূল্যে কম্পিউটার স্কিল ট্রেনিং কোর্সে ভর্তির সুযোগ, আসন সীমিত
- ডুয়া নিউজের বিশেষ প্রতিযোগিতা, পুরস্কার ১ লক্ষ ৫০ হাজার টাকা!
- চলতি সপ্তাহে বেক্সিমকোর ফ্লোর প্রাইস ওঠার সম্ভাবনা
- শেয়ারবাজারে তানিয়া শারমিন ও মাহবুব মজুমদার ৫ বছরের জন্য নিষিদ্ধ
- শেয়ারবাজারের ৩ প্রতিষ্ঠানের ২৯৬ কোটি টাকা মানি লন্ডারিং
- শেয়ারের অস্বাভাবিক দামের জন্য ডিএসইর সতর্কবার্তা
- ঢাবি অ্যালামনাই ও নিউ হরাইজন কানাডিয়ান স্কুলের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- জুলাই স্মৃতি জাদুঘর: টেন্ডার ছাড়াই ১১১ কোটি টাকার কাজ পেল দুই প্রতিষ্ঠান
- ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তার
- ইপিএস ঘোষণার তারিখ জানাল দুই কোম্পানি
- শেয়ারের অস্বাভাবিক দাম নিয়ে ডিএসইর সতর্কতা
- ঢাবির জিয়া হলে ‘ক্যারিয়ার টক’ অনুষ্ঠিত
- ‘শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই’
- ডিভিডেন্ড পেয়েছে চার কোম্পানির বিনিয়োগকারীরা
- শেয়ার কারসাজিকারীদের শাস্তি ১০ বছর করার প্রস্তাব