ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২
এনবিআরের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্তে নামল দুদক
.jpg)
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ছয়জন শীর্ষ কর কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযুক্তদের মধ্যে রয়েছেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি ও গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনকারী কয়েকজন কর্মকর্তা।
রোববার (২৯ জুন) দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, কর ফাঁকি দিতে ঘুষ নেওয়া, করদাতাদের হয়রানি এবং বাড়তি কর ফেরতের নামে অর্থ আত্মসাতের মতো গুরুতর অভিযোগে তদন্ত শুরু হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু কর কর্মকর্তা দীর্ঘদিন ধরে করদাতাদের কাছ থেকে মোটা অঙ্কের ঘুষ নিয়ে কর ফাঁকির সুবিধা দিয়ে আসছেন, যার ফলে প্রতিবছর সরকার বিপুল রাজস্ব হারাচ্ছে। অনেক সময় করদাতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েও হয়রানি করা হয়। এমনকি যেসব করদাতা অগ্রিম বা অতিরিক্ত কর পরিশোধ করেন, তাদের টাকা ফেরত পেতে ঘুষ দিতে হয় বলেও অভিযোগ রয়েছে।
দুদকের ভাষ্য অনুযায়ী, কর ফেরতের অর্ধেক অর্থ ঘুষ হিসেবে দিতে হয় — এমন প্রক্রিয়া গত দুই দশকের বেশি সময় ধরে চলছে। অভিযুক্তরা শুল্ক, ভ্যাট ও আয়কর বিভাগে দায়িত্বে থাকার সময় নানা অনিয়ম ও স্বজনপ্রীতির মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ গড়েছেন।
দুদক যাদের বিরুদ্ধে প্রাথমিক অনুসন্ধান করছে, তারা হলেন — আয়কর নীতি বিভাগের সদস্য এ কে এম বদিউল আলম, ঢাকা কর অঞ্চল-৮ এর অতিরিক্ত কর কমিশনার মির্জা আশিক রানা, বিসিএস কর একাডেমির যুগ্ম কমিশনার মোহাম্মদ মোরশেদ উদ্দীন খান, ঢাকা কর অঞ্চল-১৬ এর উপ-কর কমিশনার মোনালিসা শাহরীন সুস্মিতা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত কমিশনার হাছান তারেক রিকাবদার এবং কাস্টমসের অতিরিক্ত কমিশনার সাধন কুমার কুন্ডু।
এদিকে এনবিআরের অভ্যন্তরে চলমান সংকট এবং দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’-এর ডাকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালিত হচ্ছে। এ নিয়ে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, কর্মকর্তারা দ্রুত কাজে না ফিরলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- হলে ঢাবি ছাত্রীর হঠাৎ অসুস্থতা, হাসপাতালে মৃত্যু
- মার্জিন ঋণে মিউচুয়াল ফান্ড ও বন্ডে বিনিয়োগ করা যাবে না
- ‘পদত্যাগ করতে পারেন ড. ইউনূস’
- বিদেশি বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে পাঁচ শেয়ার
- শেয়ারবাজারের ৬ ব্যাংকের রেকর্ড মুনাফা, ৫ ব্যাংকের লোকসান
- ঢাবির হলে 'গাঁ’জার আসর', চার শিক্ষার্থীকে আটক
- ১২ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৯ খবর
- মার্জিন ঋণ নিয়ে গুজব: ফের অস্থির শেয়ারবাজার
- দুই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা জারি
- বাংলাদেশ ব্যাংকের ‘লাল তালিকা’য় ২০ আর্থিক প্রতিষ্ঠান
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- বেক্সিমকো-বেক্সিমকো ফার্মাসহ চার ব্যক্তি-এক প্রতিষ্ঠানকে জরিমানা-সতর্ক
- সামিটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কিনছে আরব আমিরাতের কোম্পানি
- বেসরকারি হাসপাতাল মালিকদের নতুন কমিটির অভিষেক শনিবার
- ভালুকায় প্রথম পাঁচতারা হোটেল চালু করছে বেস্ট হোল্ডিংস