ঢাকা, শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২
জনগণের সেবাই আমার জীবন, পেশা ও চেতনা: আব্দুল বারী ড্যানী

‘আমার জীবনের নেশা পেশা ও চিন্তা-চেতনা ছিল জনগণের জন্য কাজ করা’ বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় সহ-ধর্মবিষয়ক সম্পাদক ও ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন-ডুয়ার সদস্য সচিব এ টি এম আব্দুল বারী ড্যানী।
আজ রবিবার (২৯ জুন) নেত্রকোনা জেলার বারহাট্রা উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণকালে তিনি এই অনুভূতির কথা বলেন।
আব্দুল বারী ড্যানী বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ফ্যাসিস্ট সরকারের আমলে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অমানবিক নির্যাতিত হয়েছেন। একইভাবে সারা দেশের নেতাকর্মীরাও ব্যাপক নির্যাতিত হয়েছেন। তিনি উল্লেখ করেন, বিএনপি বরাবরই জনগণের পক্ষে কথা বলেছে এবং তাদের ভোটের অধিকারের জন্য লড়াই করেছে। তিনি দাবি করেন, "আমরা দীর্ঘ আন্দোলন সংগ্রামের মাধ্যমে ফ্যাসিস্টদের বিদায় করতে সক্ষম হয়েছি।"
তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট এর পর নয় শুধু ২০২৩ সালেই রাষ্ট্র মেরামতের ৩১ দফা দিয়েছিলেন জনাব তারেক রহমান। আমরা দেশের প্রতিটি মানুষকে জানাতে চাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের জন্য দেশের মানুষের জন্য কি করতে চান। প্রতিটা মানুষের মাঝে আমরা সেই ৩১ দফা পোঁছে দিতে চাই।
আব্দুল বারী ড্যানী আরও বলেন, দীর্ঘ সময় আমি ছাত্র রাজনীতি করেছি। সঙ্গত কারণে এই বারহাট্রা আমার বাড়ি, নেত্রকোনা সদর আমার আসন। এই আসনের প্রতিটি ঘরে আমার নৈতিক দায়িত্ব আছে এই ৩১ দফা কর্মসূচি পোঁছে দেওয়া এটা আমি অবশ্যই করব। আমার জীবনের নেশা পেশা, চিন্তা-চেতনা ছিল জনগণের জন্য কাজ করা, এই কাজ করতে হলে অবশ্যই কোনো না কোনো জায়গা থেকে নির্বাচিত হতে হবে। সে কারণে যেহেতু আমার নির্বাচনী এলাকা এটা। আমি মনে করি এই আসন থেকে আমার দল আমাকে মনোনয়ন দিবে।
ডুয়ার সদস্য সচিব বলেন, দল আমাকে তৈরি করেছে, বেগম খালেদা জিয়া আমাকে ছাত্রনেতা বানিয়েছেন। আমি ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ছিলাম। যুবদলের ভাইস প্রেসিডেন্ট ছিলাম এবং বর্তমানে বিএনপির সম্পাদক মন্ডলীতে রয়েছি। আমি প্রত্যাশা করি দল আমাকে জনগণের সেবা করার সুযোগ দিবে। যদি আমাকে মনোনয়ন না ও দেওয়া হয় এবং বিএনপি ক্ষমতায় আসে, তাহলে এই এলাকার রাস্তা, শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে কাজ করব, দেশের মানুষের জন্য কাজ করব।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বল্প মূল্যে কম্পিউটার স্কিল ট্রেনিং কোর্সে ভর্তির সুযোগ, আসন সীমিত
- ডুয়া নিউজের বিশেষ প্রতিযোগিতা, পুরস্কার ১ লক্ষ ৫০ হাজার টাকা!
- চলতি সপ্তাহে বেক্সিমকোর ফ্লোর প্রাইস ওঠার সম্ভাবনা
- শেয়ারবাজারে তানিয়া শারমিন ও মাহবুব মজুমদার ৫ বছরের জন্য নিষিদ্ধ
- শেয়ারবাজারের ৩ প্রতিষ্ঠানের ২৯৬ কোটি টাকা মানি লন্ডারিং
- শেয়ারের অস্বাভাবিক দামের জন্য ডিএসইর সতর্কবার্তা
- ঢাবি অ্যালামনাই ও নিউ হরাইজন কানাডিয়ান স্কুলের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- জুলাই স্মৃতি জাদুঘর: টেন্ডার ছাড়াই ১১১ কোটি টাকার কাজ পেল দুই প্রতিষ্ঠান
- ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তার
- ইপিএস ঘোষণার তারিখ জানাল দুই কোম্পানি
- শেয়ারের অস্বাভাবিক দাম নিয়ে ডিএসইর সতর্কতা
- ঢাবির জিয়া হলে ‘ক্যারিয়ার টক’ অনুষ্ঠিত
- ‘শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই’
- ডিভিডেন্ড পেয়েছে চার কোম্পানির বিনিয়োগকারীরা
- শেয়ার কারসাজিকারীদের শাস্তি ১০ বছর করার প্রস্তাব