ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২
প্রধান উপদেষ্টার সঙ্গে যে আলোচনা হলো সিইসির
.jpg)
জাতীয় সংসদ নির্বাচনের তারিখ নিয়ে শিগগিরই স্পষ্টতা আসতে পারে—এমন ইঙ্গিত মিলেছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মধ্যকার ‘ওয়ান টু ওয়ান’ বৈঠক থেকে।
বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়। তবে বৈঠক শেষে কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে কিছু জানায়নি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এটি আসন্ন নির্বাচনের প্রস্তুতির অংশ এবং লন্ডনে বিএনপি ও প্রধান উপদেষ্টার মধ্যকার আলোচনার ধারাবাহিকতা। অনেকেই বলছেন লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের ‘ফলোআপ’ হিসেবে এই বৈঠকটিকে দেখা যেতে পারে।
গত ১৩ জুন লন্ডনে অনুষ্ঠিত বৈঠকের পর দেওয়া এক যৌথ বিবৃতিতে বলা হয়েছিল, প্রয়োজনীয় সংস্কার ও বিচারিক অগ্রগতি অর্জিত হলে ২০২৬ সালের রমজানের আগেই অর্থাৎ ২০২৫ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজন সম্ভব।
এদিকে ১৫ জুন সিইসি জানান, সরকারের সঙ্গে তখনো আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি। তবে আলোচনা হলে সরকারের অবস্থান বুঝে নির্বাচন কমিশন তারিখ চূড়ান্ত করবে।
এই প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টার সঙ্গে সিইসির সাম্প্রতিক বৈঠককে ‘গুরুত্বপূর্ণ অগ্রগতি’ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ধারণা করা হচ্ছে, খুব শিগগিরই জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা হতে পারে এবং সম্ভবত আগামী রোববার ফুল কমিশনের বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
রাজনৈতিক বিশ্লেষক ডা. জাহেদ উর রহমান বলেন, আমার মনে হয় প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে অফিশিয়ালি ফেব্রুয়ারির কথা জানিয়েছেন এবং নির্বাচন কমিশন এখন সুবিধাজনক সময়ে তা ঘোষণা করবে।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশন এর আগে ডিসেম্বরের জন্যও প্রস্তুত ছিল, তবে এখন ফেব্রুয়ারির প্রস্তুতির দিকেই যাচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, লন্ডন বৈঠকের পর বলা হয়েছিল, আলোচনায় অগ্রগতি হয়েছে এবং ফেব্রুয়ারি নিয়ে ইঙ্গিতও ছিল। ফলে প্রধান উপদেষ্টা ও সিইসির বৈঠকের মূল আলোচ্য বিষয় যে নির্বাচনের তারিখ-এতে কোনো সন্দেহ নেই।
নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণার আগে সুনির্দিষ্ট তারিখ ঘোষণার জন্য রাজনীতিক, পর্যবেক্ষক এবং সাধারণ মানুষের দৃষ্টি এখন নির্বাচন কমিশনের দিকেই। সম্ভাবনা রয়েছে, এ সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা খুব বেশি দেরি নয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- হলে ঢাবি ছাত্রীর হঠাৎ অসুস্থতা, হাসপাতালে মৃত্যু
- মার্জিন ঋণে মিউচুয়াল ফান্ড ও বন্ডে বিনিয়োগ করা যাবে না
- ‘পদত্যাগ করতে পারেন ড. ইউনূস’
- বিদেশি বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে পাঁচ শেয়ার
- শেয়ারবাজারের ৬ ব্যাংকের রেকর্ড মুনাফা, ৫ ব্যাংকের লোকসান
- ঢাবির হলে 'গাঁ’জার আসর', চার শিক্ষার্থীকে আটক
- ১২ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৯ খবর
- মার্জিন ঋণ নিয়ে গুজব: ফের অস্থির শেয়ারবাজার
- দুই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা জারি
- বাংলাদেশ ব্যাংকের ‘লাল তালিকা’য় ২০ আর্থিক প্রতিষ্ঠান
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- বেক্সিমকো-বেক্সিমকো ফার্মাসহ চার ব্যক্তি-এক প্রতিষ্ঠানকে জরিমানা-সতর্ক
- সামিটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কিনছে আরব আমিরাতের কোম্পানি
- বেসরকারি হাসপাতাল মালিকদের নতুন কমিটির অভিষেক শনিবার
- ভালুকায় প্রথম পাঁচতারা হোটেল চালু করছে বেস্ট হোল্ডিংস