ঢাকা, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২
দেশে-বিদেশে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাইদের সংযোগ বৃদ্ধিতে নতুন উদ্যোগ
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডুয়া)’র নির্বাহী কমিটির এক গুরুত্বপূর্ণ সভা আজ বৃহস্পতিবার (২৬ জুন) অ্যালামনাই অফিসে অনুষ্ঠিত হয়। সভায় ডুয়াকে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে অ্যালামনাইদের ভূমিকা আরও জোরালো করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
সভায় সভাপতিত্ব করেন ডুয়া নির্বাহী কমিটির আহ্বায়ক শামসুজ্জামান দুদু এবং সভা পরিচালনা করেন সদস্য সচিব এ টি এম আবদুল বারী ড্যানী।
সভার শুরুতেই শামসুজ্জামান দুদু ও আবদুল বারী ড্যানী এবছর দৃষ্টিনন্দিত বৈশাখী অনুষ্ঠান সফলভাবে আয়োজন করায় নির্বাহী কমিটির সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান। একইসাথে অনুষ্ঠানটি সফল করতে সার্বিকভাবে সাহায্য-সহযোগিতা করার জন্য পৃষ্ঠপোষক ও শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানান।
সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম শফিকুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা ছাত্র-ছাত্রীদের বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির সুযোগ তৈরিতে ডুয়াকে একটি কার্যকরী প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার উপর বিশেষ গুরুত্বারোপ করেন। তার এই প্রস্তাব ঢাবির প্রাক্তন শিক্ষার্থীদের কর্মজীবনের পথ সুগম করার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকার ইঙ্গিত দেয়।
সভায় জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বার্ষিক চাহিদার মাত্র এক-পঞ্চমাংশ অর্থ সরকার থেকে পাওয়া যায়। এই প্রসঙ্গে শফিকুজ্জামান সরকারি পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের বাজেট প্রাপ্তির ক্ষেত্রে লিয়াজো করার উপর জোর দেন। তিনি একটি কোর কমিটি গঠনের প্রস্তাব করেন, যার প্রধান কাজ হবে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার সঙ্গে যোগাযোগ রেখে বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দ বৃদ্ধি নিশ্চিত করা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিচালক (অর্থ) এই তথ্যের সত্যতা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আরও বেশি সম্পৃক্ততার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
এ পর্যায়ে রোকেয়া হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক শিরিন সুলতানা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে হলগুলোর ছাত্র সংসদের কর্মকর্তাদের উৎসাহিত করার কথা বলেন এবং এই বিষয়ে ডুয়াকে অগ্রণী ভূমিকা নেওয়ার আহ্বান জানান।
এ প্রসঙ্গে শামসুন্নাহার হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক নিলোফার চৌধুরী মনি বিশ্ববিদ্যালয় হলগুলোর সংস্কার ও উন্নয়নে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সম্পৃক্ততা আরও বাড়ানোর উপর জোর দেন।
প্রফেসর রুবাইয়াত ফেরদৌস বিদেশে থাকা ঢাবি অ্যালামনাইদের সঙ্গে সংযোগ বৃদ্ধির অপরিহার্যতা তুলে ধরেন। এ প্রসঙ্গে তিনি একটি কমিটি গঠনের প্রস্তাব করে বলেন, অ্যালামনাইদের অপ্রতিরোধ্য সামর্থ্য রয়েছে। তাদের সম্মিলিত শক্তিকে কাজে লাগাতে পারলে আকাশছোঁয়া উন্নয়নও অর্জন করা সম্ভব। তাদের সক্রিয় অংশগ্রহণ নিঃসন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় এক নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।
ড. শরিফুল ইসলাম দুলু উল্লেখ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে হল অ্যালামনাই, ডিপার্টমেন্ট অ্যালামনাই, ব্যাচ অ্যালামনাই মিলে প্রায় শতাধিক অ্যালামনাই অ্যাসোসিয়েশন থাকলেও কেন্দ্রীয় অ্যালামনাইয়ের সাথে তাদের সকলের কার্যকর যোগাযোগ নেই। তিনি এই যোগাযোগ বৃদ্ধির উপর জোর দেন।
আলোচনা শেষে নিম্নলিখিত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়-
প্রথমত, বিদেশে থাকা ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনগুলোর সাথে সংযোগ জোরদার করা হবে। এজন্য একটি কমিটি গঠন করা হবে।
দ্বিতীয়ত, দেশের অভ্যন্তরে হল, ডিপার্টমেন্ট, ও ব্যাচভিত্তিক অ্যালামনাই অ্যাসোসিয়েশনগুলোর সাথে যোগাযোগ বৃদ্ধি করা হবে। এই লক্ষ্যেও একটি কমিটি গঠন করা হবে।
তৃতীয়ত, সরকারি পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থ বরাদ্দ বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার সাথে সমন্বয় সাধনের জন্য একটি কমিটি গঠন করা হবে।
সভায় ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ভবিষ্যৎ নানা কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা করা হয়। যা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়ন এবং প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সংযোগ বৃদ্ধিতে সহায়ক হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন সৈয়দ আমিনুর রহমান মাইকেল, এ বি এম মোশাররফ হোসেন, আবদুস সাত্তার মিয়াজী, আবদুল্লাহ আল কাফী, মোস্তাফিজুর রহমান, সেলিমুজ্জামান সেলিম, আলী হোসেন ফকির, মাহফুজা রহমান চৌধুরী বাবলী, নিজামুল কবির, আবু রেজা মো. ইয়াহিয়া, ড. কামাল উদ্দিন জসীম, বায়েজীদ বোস্তামী, রশিদ আহমেদ মামুন ও গোপাল চন্দ্র দেবনাথ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, খেলাটি সরাসরি(LIVE) দেখুন
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ