ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২
বিশ্ব শান্তি সূচকে এবার বড় ধাক্কা খেল বাংলাদেশ

বিশ্ব শান্তি সূচকে এবার বড় ধাক্কা খেল বাংলাদেশ। ২০২৫ সালের গ্লোবাল পিস ইনডেক্স অনুযায়ী, বাংলাদেশ এবার তালিকায় ১২৩তম অবস্থানে রয়েছে—যা গত বছরের তুলনায় ৩৩ ধাপ পিছিয়ে পড়া। গত বছর বাংলাদেশ ছিল ৯৩তম স্থানে।
শান্তির এই আন্তর্জাতিক সূচক প্রকাশ করেছে অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিস (IEP)। চলতি বছরের জুনেই তারা ২০২৫ সালের সংস্করণ প্রকাশ করে।
প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ এবার পেয়েছে ২.৩১৮ স্কোর, যেখানে যুক্তরাষ্ট্রের স্কোর ২.৪৪৩—মানে শান্তির দিক থেকে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে থাকলেও সামগ্রিকভাবে দেশটির অবস্থান বেশ নিচে নেমে গেছে।
বিশ্বব্যাপী শান্তি সূচক এবার গড়ে ০.৩৬ শতাংশ কমে গেছে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে শান্তির সবচেয়ে বড় অবনতির দিকেই ইঙ্গিত করছে বলে জানায় IEP। তারা বলছে, সাম্প্রতিক ভূরাজনৈতিক উত্তেজনা এবং অর্থনৈতিক অনিশ্চয়তা এ পরিস্থিতির মূল কারণ।
২০০৮ সাল থেকে এই সূচক প্রকাশিত হয়ে আসছে। IEP জানিয়েছে, গত ১৭ বছরে গড়ভাবে দেশভিত্তিক শান্তি সূচক ৫.৪ শতাংশ কমেছে। যদিও আশার খবর হলো, চলতি বছরে অন্তত ৭৪টি দেশের পরিস্থিতি কিছুটা উন্নত হয়েছে।
গ্লোবাল পিস ইনডেক্স ২০২৫ অনুযায়ী, বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হিসেবে আবারও শীর্ষে রয়েছে আইসল্যান্ড, যা ২০০৮ সাল থেকে একটানা এই অবস্থান ধরে রেখেছে। এরপর রয়েছে আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রিয়া, সুইজারল্যান্ড, সিঙ্গাপুর, পর্তুগাল, ডেনমার্ক, স্লোভেনিয়া এবং ফিনল্যান্ড।
অন্যদিকে, সবচেয়ে অশান্ত দেশের তালিকায় রয়েছে আফগানিস্তান, ইয়েমেন, দক্ষিণ সুদান, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো ও সুদান। এছাড়া মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চল টানা ১০ বছর ধরে সবচেয়ে কম শান্তিপূর্ণ অঞ্চল হিসেবে চিহ্নিত হচ্ছে।
এই প্রতিবেদনটি শান্তি, নিরাপত্তা ও রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে বাংলাদেশের বর্তমান চিত্র স্পষ্ট করেছে এবং নীতিনির্ধারকদের জন্য এটি হতে পারে সতর্কবার্তা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- হলে ঢাবি ছাত্রীর হঠাৎ অসুস্থতা, হাসপাতালে মৃত্যু
- মার্জিন ঋণে মিউচুয়াল ফান্ড ও বন্ডে বিনিয়োগ করা যাবে না
- ‘পদত্যাগ করতে পারেন ড. ইউনূস’
- শেয়ারবাজারের ৬ ব্যাংকের রেকর্ড মুনাফা, ৫ ব্যাংকের লোকসান
- বিদেশি বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে পাঁচ শেয়ার
- ঢাবির হলে 'গাঁ’জার আসর', চার শিক্ষার্থীকে আটক
- ১২ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৯ খবর
- মার্জিন ঋণ নিয়ে গুজব: ফের অস্থির শেয়ারবাজার
- দুই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা জারি
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- বাংলাদেশ ব্যাংকের ‘লাল তালিকা’য় ২০ আর্থিক প্রতিষ্ঠান
- বেক্সিমকো-বেক্সিমকো ফার্মাসহ চার ব্যক্তি-এক প্রতিষ্ঠানকে জরিমানা-সতর্ক
- সামিটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কিনছে আরব আমিরাতের কোম্পানি
- বেসরকারি হাসপাতাল মালিকদের নতুন কমিটির অভিষেক শনিবার
- বিসিএসে স্বতন্ত্র বিভাগে অন্য বিভাগ অন্তর্ভুক্তির প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ