ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২
'জুলাই থেকে অনলাইনে ব্যক্তিগত আয়কর রিটার্ন দাখিল করা যাবে'

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান জানিয়েছেন, চলতি বছরের জুলাই থেকে শুরু হতে যাওয়া নতুন অর্থবছরে করদাতারা অনলাইনে ব্যক্তিগত আয়কর রিটার্ন জমা দিতে পারবেন।
বৃহস্পতিবার (২৬ জুন) রাজধানীর পুরানা পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) অডিটোরিয়ামে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। সেমিনারটির আয়োজন করে ইয়ুথ পলিসি নেটওয়ার্ক।
এনবিআর চেয়ারম্যান বলেন, গত বছর সেপ্টেম্বরে রিটার্ন দাখিল শুরু হয়েছিল, এবার আগেভাগেই প্রক্রিয়া চালু করতে যাচ্ছি। এর লক্ষ্য হলো সময়মতো আয়কর রিটার্ন জমা দিতে উৎসাহিত করা এবং করদানের প্রক্রিয়া আরও সহজ করে তোলা।
তিনি জানান, চলতি অর্থবছরে এখন পর্যন্ত ৩ লাখ ৫৩ হাজার কোটি টাকা কর আদায় হয়েছে এবং আশা করা হচ্ছে এবার প্রবৃদ্ধির হার আগের বছরের তুলনায় আরও ভালো হবে।
এনবিআর চেয়ারম্যান কর ব্যবস্থায় স্বচ্ছতা ও করদাতাবান্ধব পরিবেশ তৈরির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন এবং বলেন, এনবিআরের ডিজিটাল অবকাঠামো নির্মাণ ও সেবার মান উন্নয়নে কাজ চলছে।
এনবিআর কর্মীদের চলমান আন্দোলন প্রসঙ্গে আবদুর রহমান বলেন, এনবিআর সংস্কারে অন্তর্বর্তী সরকার যে সিদ্ধান্তগুলো নিয়েছে তা নিয়ে আমাদের কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে অনেক দ্বিমত এসেছে। সেগুলো অ্যাড্রেস করে জুলাই মাসের মধ্যে একটা এমেন্ডমেন্ট করার ঘোষণা আমাদের অর্থ উপদেষ্টা দিয়েছেন।
তিনি আরও বলেন, আমরা সবাই দেশের স্বার্থে কাজ করি। আমাদের দেশের স্বার্থ নিয়ে চিন্তা করা উচিত। সংস্কার, যে কোনো আইন করি, আন্দোলন করি, যা কিছু করি প্রত্যেকটাই আমাদের নিজেদের জন্য না হয়ে দেশের স্বার্থে হওয়া উচিত। ছোট ভাইবোনেরা যারা জুলাই বিপ্লবের মাধ্যমে যে স্পিরিট আমাদের মধ্যে এনেছে তা ধরে রেখে সবাই মিলে কাজ করলে নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- হলে ঢাবি ছাত্রীর হঠাৎ অসুস্থতা, হাসপাতালে মৃত্যু
- মার্জিন ঋণে মিউচুয়াল ফান্ড ও বন্ডে বিনিয়োগ করা যাবে না
- ‘পদত্যাগ করতে পারেন ড. ইউনূস’
- বিদেশি বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে পাঁচ শেয়ার
- শেয়ারবাজারের ৬ ব্যাংকের রেকর্ড মুনাফা, ৫ ব্যাংকের লোকসান
- ঢাবির হলে 'গাঁ’জার আসর', চার শিক্ষার্থীকে আটক
- ১২ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৯ খবর
- মার্জিন ঋণ নিয়ে গুজব: ফের অস্থির শেয়ারবাজার
- দুই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা জারি
- বাংলাদেশ ব্যাংকের ‘লাল তালিকা’য় ২০ আর্থিক প্রতিষ্ঠান
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- বেক্সিমকো-বেক্সিমকো ফার্মাসহ চার ব্যক্তি-এক প্রতিষ্ঠানকে জরিমানা-সতর্ক
- সামিটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কিনছে আরব আমিরাতের কোম্পানি
- বেসরকারি হাসপাতাল মালিকদের নতুন কমিটির অভিষেক শনিবার
- ভালুকায় প্রথম পাঁচতারা হোটেল চালু করছে বেস্ট হোল্ডিংস