ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিন্নধর্মী নবীনবরণ আয়োজন ছাত্রদলের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের কলম, ফুল ও চকলেট দিয়ে বরণ করে নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শামিম আকতার শুভর নেতৃত্বে এই ব্যতিক্রমী নবীনবরণ কর্মসূচি পালিত হয়। আয়োজনের মূল লক্ষ্য ছিল মেধা, মনন ও সৃজনশীলতার পরিবেশে একটি ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ে তোলা।
ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা প্রতিনিয়ত শিক্ষার্থীবান্ধব কাজের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের আস্থার সংগঠনে পরিণত হতে পেরেছে। সাধারণ শিক্ষার্থীরা মনে করে, ছাত্রদল তাদের অধিকার আদায়ের আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দেয় এবং বিপদে পাশে থাকে, আর এ কারণেই শিক্ষার্থীরা ছাত্রদলের উপর আস্থা রাখে।
ছাত্রদলের মূল অঙ্গীকারগুলোর মধ্যে সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস বিনির্মাণ, শিক্ষাঙ্গনে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণ, সুস্থ ধারার রাজনীতি ফিরিয়ে আনা এবং ফ্যাসিবাদমুক্ত আগামীর বাংলাদেশ বিনির্মাণে তরুণদের সবচেয়ে বেশি ভূমিকা নিশ্চিত করা অন্তর্ভূক্ত।
নবীন বরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জহুরুল হক হল ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ফেরদৌস আলম, জহুরুল হক হলের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আন্তর্জাতিক সম্পাদক মেহেদী হাসানসহ জহুরুল হল ছাত্রদল নেতা রাহাদ আহমেদ, সায়মন, হাসিবুর রহমান আসিফ, শামসুল হক আনান, শাহরিয়ার শিপন, মেহেদী হাসান মাহি, শাকিল আহম্মেদ, হৃদয় আহম্মেদ, নাজমুস সাকিব খান প্রমুখ।
এছাড়া সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ত্রাণ ও দুর্যোগ সম্পাদক মো ইমন মিয়া, এস এম হলের ক্রীড়া সম্পাদক সাকিব হোসেনসহ নাজমুল, রাকিব, রিফাত, মোজাম্মেল। বিজয় একাত্তর হল ছাত্রদলের প্রচার সম্পাদক তানভীর আল হাদী মায়েদ, দপ্তর সম্পাদক সাকিব বিশ্বাস, ঢাবি ছাত্রদলের সহ ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক আমিরুজ্জামান তামীম, সহ-কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক আতিকুর রহমান সাদ, বিজয় একাত্তর হল ছাত্রদলের সহসম্পাদক মুস্তাফিজুর রহমান পলাশ, নীলয়, সদস্য আরাফার রহমান বিজয়, কর্মী রাহুল, মেহেদী হাসান জিসান, তাহমিদ মুবিন রাতুল, সুলায়মান। ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হল ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো: নুরুল আমিন নূর, ঢাবি সদস্য এহসানুল ইসলাম, রুহুল আমিন, সহ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এহসান সাদি সহ মাসুম বিল্লাল, শান্ত,মাহফুজুর, ইফতি,আশিকুর , নাহিদ ,ওয়ালিউর ,তানজিল ,মামুন, জায়েদ সহ আরো অনেকে।
সূর্যসেন হল ছাত্রদলের প্রচার সম্পাদক আবিদুর রহমান মিশু, তথ্য ও গবেষণা সম্পাদক তানভীর হাসান, অর্থ সম্পাদক সাদমান সাকিব, ঢাবি ছাত্রদলের সহ-ক্রীড়া সম্পাদক সাদমান সাকিব বিশ্বাস মাহিরসহ মাহাবুব ইমন, নাজিম, সুমন, শামিম, শাকিল, আবু সায়েদ, রাফসানসহ আরও অনেকে।
ফজলুল হক মুসলিম হল ছাত্রদল নেতা শেখ রমজান আলী রকি, ইমরান, শাহরিয়ার, তানভীর, তামিম, শিশির,আল আমিন,আশরাফুল, সাজীদ সহ অনেকে। অমর একুহে হল ছাত্রদল নেতা আব্দুল হামিদ। জগন্নাথ হল ছাত্রদল নেতা সত্যজিৎ দাস, শিশির রায়, জীবন রায়, শিমুল শর্মা, ঝলক দাস, প্রসেনজিৎ বিশ্বাস, সৌমিক, বাধন, নীলয়, ধ্রুব, অনিরুদ্ধ, দূর্জয় সহ অনেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- হলে ঢাবি ছাত্রীর হঠাৎ অসুস্থতা, হাসপাতালে মৃত্যু
- মার্জিন ঋণে মিউচুয়াল ফান্ড ও বন্ডে বিনিয়োগ করা যাবে না
- ‘পদত্যাগ করতে পারেন ড. ইউনূস’
- বিদেশি বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে পাঁচ শেয়ার
- শেয়ারবাজারের ৬ ব্যাংকের রেকর্ড মুনাফা, ৫ ব্যাংকের লোকসান
- ঢাবির হলে 'গাঁ’জার আসর', চার শিক্ষার্থীকে আটক
- ১২ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৯ খবর
- মার্জিন ঋণ নিয়ে গুজব: ফের অস্থির শেয়ারবাজার
- বাংলাদেশ ব্যাংকের ‘লাল তালিকা’য় ২০ আর্থিক প্রতিষ্ঠান
- দুই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা জারি
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- ভালুকায় প্রথম পাঁচতারা হোটেল চালু করছে বেস্ট হোল্ডিংস
- বেক্সিমকো-বেক্সিমকো ফার্মাসহ চার ব্যক্তি-এক প্রতিষ্ঠানকে জরিমানা-সতর্ক
- সামিটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কিনছে আরব আমিরাতের কোম্পানি
- বেসরকারি হাসপাতাল মালিকদের নতুন কমিটির অভিষেক শনিবার