ঢাকা, শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

নতুন দুই দিবস ঘোষণা করল সরকার

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুন ২৫ ২২:৩৬:৪৪
নতুন দুই দিবস ঘোষণা করল সরকার

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের সূচনা দিন ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ এবং আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত ছাত্র আবু সাঈদের স্মরণে ১৬ জুলাইকে ‘শহীদ আবু সাঈদ দিবস’ হিসেবে ঘোষণা করেছে সরকার।

আজ বুধবার (২৫ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করে দিবস দুটিকে সরকারি স্বীকৃতি দেওয়া হয়।

এতে বলা হয়, 'প্রতি বছর যথাযোগ্য মর্যাদায় দিবস দুটি পালনে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।'

জানা গেছে, দিবস দুটি মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত পরিপত্রের ‘খ’ শ্রেণিভুক্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত