ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২
আবারও কর্মবিরতির পথে প্রাথমিকের শিক্ষকরা
১১তম গ্রেড বাস্তবায়নসহ তিন দফা দাবিতে আবারও কর্মবিরতির পথে হাঁটছেন দেশের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। যেকোনো সময় শুরু হতে পারে এ কর্মসূচি, যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ।
সংগঠনটির একাধিক নেতার ভাষ্য, দাবি বাস্তবায়নে এবার আরও কঠোর আন্দোলনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এক নেতা জানান, আগের তুলনায় এবার আন্দোলন হবে আরও দৃঢ় ও সংগঠিত। অপর এক নেতা বলেন, আমরা পুরোপুরি প্রস্তুত, যেকোনো সময় আন্দোলন শুরু হবে।
সূত্রে জানা গেছে, আন্দোলন বৃহস্পতিবার (২৬ জুন) থেকেই শুরু হতে পারে, তবে এটি এখনও নেতাদের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি।
প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন বলেন, আমাদের দাবি চার বছর পর নয়, শুরু থেকেই ১১তম গ্রেডে বেতন নির্ধারণ এবং শতভাগ পদোন্নতি নিশ্চিত করা। এছাড়া ১০ বছর পূর্ণ হলে প্রথম উচ্চতর গ্রেড এবং ১৬ বছর পূর্ণ হলে দ্বিতীয় উচ্চতর গ্রেড দিতে হবে সরকারি বিধি অনুসারে, কোনো শর্ত ছাড়াই।
প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সভাপতি শাহিনুর আল-আমীন বলেন, সহকারী শিক্ষকদের অবিলম্বে ১১তম গ্রেডে বেতন দিতে হবে। এরপর প্রয়োজন স্বতন্ত্র বেতন কাঠামো বাস্তবায়নের।
শিক্ষক নেতা খায়রুন নাহার লিপির মতে, কনসালটেশন কমিটির প্রস্তাবিত ১২তম গ্রেড এবং সহকারী প্রধান শিক্ষক পদ—দুইটিই প্রত্যাখ্যান করেছেন তারা। তিনি বলেন, “১২তম গ্রেড মানি না, মানবো না। সরকার যদি এ নিয়ে এগোয়, তাহলে তা শিক্ষকদের জন্য বড় বাধা হয়ে দাঁড়াবে।”
উল্লেখ্য, প্রাথমিক শিক্ষকদের তিন দফা দাবি হলো:১. সহকারী শিক্ষক পদকে অ্যান্ট্রি পদ ধরে ১১তম গ্রেডে বেতন নির্ধারণ।২. উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন (১০ ও ১৬ বছর পূর্তিতে)।৩. প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতিসহ দ্রুত পদোন্নতি।
বর্তমানে দেশের ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চার লাখেরও বেশি শিক্ষক কর্মরত। প্রধান শিক্ষকদের বেতন গ্রেড ১১তম, আর সহকারী শিক্ষকরা পাচ্ছেন ১৩তম গ্রেড। এর আগে আন্দোলনের অংশ হিসেবে তারা ক্লাস বর্জন, সমাবেশ, সড়ক অবরোধ এবং ঢাকায় বিক্ষোভ করেছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- যে কারণে বাতিল হলো আজকের ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ
- মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত, এক ক্লিকেই জানুন ফলাফল
- আজ আর্জেন্টিনা বনাম ব্রাজিলর ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- কিছুক্ষণের মধ্যেই মেডিকেল ভর্তির ফল প্রকাশ, জানবেন যেভাবে
- আগামীকাল ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ: কখন, কোথায়-সরাসরি দেখবেন যেভাবে
- অনলাইনে যেভাবে দেখবেন ২০২৫-২৬ মেডিক্যাল ভর্তি পরীক্ষার ফল
- লাতিন বাংলা সুপার কাপ: আর্জেন্টিনা বনাম ব্রাজিলের খেলা নিয়ে যে সিদ্ধান্ত এলো
- আজ দুপুরে মেডিকেল-ডেন্টাল ভর্তির ফল প্রকাশ, জানবেন যেভাবে
- IPL মিনি নিলাম ২০২৬: কবে, কখন, জানুন বাজেট-বিস্তারিত
- সরকারি-বেসরকারি স্কুলে ভর্তি লটারি চলছে, সরাসরি (LIVE) দেখুন
- আজ IPL নিলাম: জানুন সময়সূচি-সরাসরি দেখার উপায় (LIVE)
- IPL নিলাম ২০২৬: সরাসরি দেখুন এখানে (LIVE)
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: কখন,কোথায়-যেভাবে দেখবেন টি-২০ ম্যাচটি
- মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা শান্ত, জেনে নিন কাট মার্ক
- বাংলাদেশ বনাম আফগানিস্তান: শ্বাসরুদ্ধকর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল