ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২
আবারও কর্মবিরতির পথে প্রাথমিকের শিক্ষকরা

১১তম গ্রেড বাস্তবায়নসহ তিন দফা দাবিতে আবারও কর্মবিরতির পথে হাঁটছেন দেশের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। যেকোনো সময় শুরু হতে পারে এ কর্মসূচি, যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ।
সংগঠনটির একাধিক নেতার ভাষ্য, দাবি বাস্তবায়নে এবার আরও কঠোর আন্দোলনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এক নেতা জানান, আগের তুলনায় এবার আন্দোলন হবে আরও দৃঢ় ও সংগঠিত। অপর এক নেতা বলেন, আমরা পুরোপুরি প্রস্তুত, যেকোনো সময় আন্দোলন শুরু হবে।
সূত্রে জানা গেছে, আন্দোলন বৃহস্পতিবার (২৬ জুন) থেকেই শুরু হতে পারে, তবে এটি এখনও নেতাদের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি।
প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন বলেন, আমাদের দাবি চার বছর পর নয়, শুরু থেকেই ১১তম গ্রেডে বেতন নির্ধারণ এবং শতভাগ পদোন্নতি নিশ্চিত করা। এছাড়া ১০ বছর পূর্ণ হলে প্রথম উচ্চতর গ্রেড এবং ১৬ বছর পূর্ণ হলে দ্বিতীয় উচ্চতর গ্রেড দিতে হবে সরকারি বিধি অনুসারে, কোনো শর্ত ছাড়াই।
প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সভাপতি শাহিনুর আল-আমীন বলেন, সহকারী শিক্ষকদের অবিলম্বে ১১তম গ্রেডে বেতন দিতে হবে। এরপর প্রয়োজন স্বতন্ত্র বেতন কাঠামো বাস্তবায়নের।
শিক্ষক নেতা খায়রুন নাহার লিপির মতে, কনসালটেশন কমিটির প্রস্তাবিত ১২তম গ্রেড এবং সহকারী প্রধান শিক্ষক পদ—দুইটিই প্রত্যাখ্যান করেছেন তারা। তিনি বলেন, “১২তম গ্রেড মানি না, মানবো না। সরকার যদি এ নিয়ে এগোয়, তাহলে তা শিক্ষকদের জন্য বড় বাধা হয়ে দাঁড়াবে।”
উল্লেখ্য, প্রাথমিক শিক্ষকদের তিন দফা দাবি হলো:১. সহকারী শিক্ষক পদকে অ্যান্ট্রি পদ ধরে ১১তম গ্রেডে বেতন নির্ধারণ।২. উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন (১০ ও ১৬ বছর পূর্তিতে)।৩. প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতিসহ দ্রুত পদোন্নতি।
বর্তমানে দেশের ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চার লাখেরও বেশি শিক্ষক কর্মরত। প্রধান শিক্ষকদের বেতন গ্রেড ১১তম, আর সহকারী শিক্ষকরা পাচ্ছেন ১৩তম গ্রেড। এর আগে আন্দোলনের অংশ হিসেবে তারা ক্লাস বর্জন, সমাবেশ, সড়ক অবরোধ এবং ঢাকায় বিক্ষোভ করেছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- হলে ঢাবি ছাত্রীর হঠাৎ অসুস্থতা, হাসপাতালে মৃত্যু
- মার্জিন ঋণে মিউচুয়াল ফান্ড ও বন্ডে বিনিয়োগ করা যাবে না
- ‘পদত্যাগ করতে পারেন ড. ইউনূস’
- বিদেশি বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে পাঁচ শেয়ার
- শেয়ারবাজারের ৬ ব্যাংকের রেকর্ড মুনাফা, ৫ ব্যাংকের লোকসান
- ঢাবির হলে 'গাঁ’জার আসর', চার শিক্ষার্থীকে আটক
- ১২ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৯ খবর
- মার্জিন ঋণ নিয়ে গুজব: ফের অস্থির শেয়ারবাজার
- দুই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা জারি
- বাংলাদেশ ব্যাংকের ‘লাল তালিকা’য় ২০ আর্থিক প্রতিষ্ঠান
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- বেক্সিমকো-বেক্সিমকো ফার্মাসহ চার ব্যক্তি-এক প্রতিষ্ঠানকে জরিমানা-সতর্ক
- সামিটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কিনছে আরব আমিরাতের কোম্পানি
- বেসরকারি হাসপাতাল মালিকদের নতুন কমিটির অভিষেক শনিবার
- ভালুকায় প্রথম পাঁচতারা হোটেল চালু করছে বেস্ট হোল্ডিংস