ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২

‘মার্চ টু এনবিআর’ ২৮ জুন, আলোচনা প্রত্যাখ্যান

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুন ২৫ ১৭:৪৮:২৭
‘মার্চ টু এনবিআর’ ২৮ জুন, আলোচনা প্রত্যাখ্যান

এনবিআর সংস্কার ঐক্য পরিষদ অর্থ উপদেষ্টার সঙ্গে আগামীকালের (বৃহস্পতিবার) আলোচনা প্রত্যাখ্যান করেছে। একই সঙ্গে সংগঠনটি দাবি আদায়ে ২৮ জুন লাগাতার কমপ্লিট শাটডাউনের পাশাপাশি ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি ঘোষণা করেছে।

বুধবার (২৫ জুন) রাজধানীর আগারগাঁওয়ে এনবিআরের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি অতিরিক্ত কর কমিশনার হাছান মুহম্মদ তারেক রিকাবদার, অতিরিক্ত কর কমিশনার মোনালিসা শাহরীন সুস্মিতাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সেখানে জানানো হয়, অর্থ উপদেষ্টা আগামীকাল (২৬ জুন) বিকেল ৫টায় বিসিএস (কর) ও সিসিএস (কাস্টমস ও এক্সাইজ) ক্যাডারের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার আহ্বান জানিয়েছেন। নেতারা বলেন, আমরা বরাবরই সংলাপের পক্ষে। এ কারণে ২০ মে উপদেষ্টার আমন্ত্রণে আমরা আলোচনা সভায় অংশ নিই। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ১৩ জন-সহ মোট ২৬ জন প্রতিনিধি উপস্থিত থাকলেও আমাদের মাত্র দু’জনকে ১০ মিনিট সময় দেওয়া হয়।

তারা অভিযোগ করেন, আলোচনার অভিজ্ঞতা সন্তোষজনক না হলেও অর্থ উপদেষ্টা সাংবাদিকদের কাছে তা ফলপ্রসূ বলে উল্লেখ করেন। তাছাড়া, আগামীকালের আলোচনার জন্য এনবিআর সংস্কার ঐক্য পরিষদের কোনো প্রতিনিধিকে সরাসরি আমন্ত্রণ জানানো হয়নি বা কোনো চিঠিও পাঠানো হয়নি। তাই এই সংলাপে অংশ নেওয়ার প্রশ্নই ওঠে না বলে পরিষদের পক্ষ থেকে জানানো হয়।

সংবাদ সম্মেলনে আরও উল্লেখ করা হয়, জাতীয় রাজস্ব বোর্ডের একজন বিতর্কিত সদস্যের স্বাক্ষরিত একটি নোটিশ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেয়েছে। ওই নোটিশে ২৬ জুন অর্থ উপদেষ্টার সঙ্গে আলোচনার প্রস্তুতির জন্য আজ সকাল ১০টায় একটি সভার আহ্বান জানানো হয়েছে। তবে নোটিশটি এনবিআর সংস্কার ঐক্য পরিষদের কাছে আনুষ্ঠানিকভাবে পাঠানো হয়নি। ফলে তারা মনে করে, এই সভার আয়োজন এবং তার তারিখ-সময় একটি প্রহসন মাত্র যা আসলে চোখে ধুলো দেওয়ার চেষ্টা ছাড়া আর কিছু নয়।

পরিষদের নেতারা বলেন, যে কমিটি তারা আগেই প্রত্যাখ্যান করেছে, তার সঙ্গে কোনো আলোচনার প্রয়োজন নেই। বরং এই পরিস্থিতিতে তাদের একমাত্র দাবি হচ্ছে, সরকারের রাজস্ব ব্যবস্থাকে দুর্নীতি ও দলীয় এজেন্ডা থেকে মুক্ত করতে বর্তমান এনবিআর চেয়ারম্যানের অপসারণ।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত