ঢাকা, শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

চীনা নাগরিকসহ অনলাইন প্রতারণা চক্রের ৫ সদস্য গ্রে'প্তার

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুন ২৪ ২১:২৯:৪৫
চীনা নাগরিকসহ অনলাইন প্রতারণা চক্রের ৫ সদস্য গ্রে'প্তার

ঘরে বসে আয় করার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া একটি প্রতারক চক্রকে আটক করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তারকৃত পাঁচ সদস্যের দলে একজন চীনা নাগরিকও রয়েছেন।

সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সোমবার (২৩ জুন) রাতে ঢাকার ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে প্রতারণায় ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে গাজীপুর মহানগর পুলিশ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন জিএমপির মিডিয়া শাখার ডিসি এস এম শফিকুল ইসলাম।

তিনি বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি চক্রের বাকি সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

এছাড়া একইদিনে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ আন্তঃজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করারও তথ্য দিয়েছে জিএমপি।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত