ঢাকা, বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২
অন্তর্বর্তীকালীন সরকারকে সারজিস আলমের হুঁশিয়ারি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, “জুলাই মাসের মধ্যে ‘জুলাই ঘোষণাপত্র’ দেওয়ার প্রতিশ্রুতি বাস্তবায়নে কোনো ধরনের আপোষ চলবে না।”
সোমবার (২৩ জুন) বিকেলে পঞ্চগড় চেম্বার ভবনে জাতীয় যুব শক্তি পঞ্চগড়ের সমন্বয়সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “আমরা এই সরকারকে দুর্বল দেখতে চাই না। যদি অন্তর্বর্তীকালীন সরকার নিজেকে দুর্বলভাবে উপস্থাপন করে। তবে সেটি হবে অভ্যুত্থানে শহীদদের রক্তের সঙ্গে সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা। আমরা প্রত্যাশা করি, সরকার তাদের দায়িত্ব থেকে পিছু হটবে না।”
সারজিস আলম আরও বলেন, “আমরা চাই নির্বাচনপূর্ব সময়ে একটি স্বচ্ছ, দায়বদ্ধ ও সংস্কারকেন্দ্রিক ‘জুলাই সনদ’ প্রকাশ হোক। এতে মৌলিক সংস্কার, নির্বাচনকালীন ব্যবস্থা এবং বিচারিক কাঠামোর রূপরেখা থাকবে। এসব বিষয়ের প্রতি আমাদের অবস্থান দৃঢ় ও আপোষহীন।”
চাঁদাবাজির প্রসঙ্গে তিনি বলেন, “বাংলাদেশের প্রতিটি অঙ্গসংগঠন আমাদের প্রতিপক্ষ নয়। কিন্তু কেউ যদি চাঁদাবাজিতে জড়িয়ে পড়ে তবে সে আমাদের স্পষ্ট প্রতিপক্ষ হবে। আর তার পক্ষ নিলে সংশ্লিষ্ট নেতাকেও আমরা একইভাবে দেখবো।”
তিনি আরও বলেন, “আমরা দীর্ঘ লড়াইয়ের পথে আছি। একটি দেশের মৌলিক পরিবর্তন দু-চার মাসের মধ্যে সম্ভব নয়। এই নির্বাচনের পূর্বেই মৌলিক সংস্কার চাই। যারা আমাদের ভাইদের হত্যা করেছে, গুম করেছে—তাদের বিচারের প্রশ্নেও কোনো ছাড় দেওয়া হবে না।”
কর্মীদের উদ্দেশে তিনি বলেন, “এই রাজনৈতিক সংগ্রাম সহজ নয়। এখানে বাধা আসবেই। কিন্তু বাধাই প্রমাণ করে আমরা শক্তিশালী। তাই ঐক্যবদ্ধভাবে আমাদের এগিয়ে যেতে হবে।”
সারজিসের বক্তব্যে নির্বাচনপূর্ব সংস্কার, সরকারকে কার্যকর রাখতে চাপ এবং চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের বার্তা স্পষ্টভাবে উঠে এসেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম ভারত: খেলাটি কবে, কোথায়, কখন-জানুন সময়সূচি
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: লিড নিল বাংলাদেশ, দেখুন সর্বশেষ স্কোর-LIVE
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: প্রথম দিনের খেলা শেষ, জানুন স্কোর
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: জয়-সাদমানের ফিফটি, দেখনু বর্তমান ফলাফল
- নতুন মার্জিন নীতিতে কারা সুবিধা পাবেন, কারা হারাবেন?
- ভারত বনাম অস্ট্রেলিয়া: কবে, কখন, কোথায়-যেভবে দেখবেন সরাসরি(LIVE)
- চলছে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ১ম টেস্ট ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন(LIVE)
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: নাহিদ-মিরাজের জোড়া শিকার, সরাসরি(LIVE) দেখুন এখানে
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)
- দুই বছর ডিভিডেন্ড না দেওয়ায় ‘জেড’ ক্যাটাগরিতে অবনমন
- আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঝড়ো শুরু, সরাসরি দেখুন এখানে(LIVE)
- বিএসইসির সাবেক চেয়ারম্যান খায়রুল হোসেনের বিরুদ্ধে দুদকের তদন্ত শুরু
- ‘নো ডিভিডেন্ড’- এর বদনাম ঘুচাল বস্ত্র খাতের তিন কোম্পানি
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা