ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২

নতুন সরকারি সুবিধা: কারা পাবেন, কারা পাবেন না

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুন ২৪ ০৬:১১:১৭
নতুন সরকারি সুবিধা: কারা পাবেন, কারা পাবেন না

অন্তর্বর্তীকালীন সরকার আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য ন্যূনতম বিশেষ সুবিধা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। রোববার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমদ ও অর্থসচিব খায়রুজ্জামান মজুমদার যৌথভাবে এই ঘোষণা দেন।

ঘোষণা অনুযায়ী, আগামী জুলাই মাস থেকে সরকারি কর্মচারীদের জন্য ন্যূনতম বিশেষ সুবিধা বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা এবং পেনশনভোগীদের জন্য ৭৫০ টাকা করা হয়েছে।

অর্থসচিব খায়রুজ্জামান মজুমদার জানান, পূর্বে চাকরিরত ব্যক্তিদের ক্ষেত্রে ন্যূনতম ১ হাজার টাকা এবং পেনশনভোগীদের ক্ষেত্রে ৫০০ টাকা বিশেষ সুবিধা দেওয়ার কথা বলা হয়েছিল, যা এখন বৃদ্ধি পেয়েছে।

গত ৩ জুন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ একটি প্রজ্ঞাপন জারি করেছিল, তার সংশোধনী এবার আনা হচ্ছে এবং এ বিষয়ে শিগগিরই আলাদা আদেশ জারি করা হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, অবসরোত্তর ছুটিতে (পিআরএল) থাকা কর্মচারীরা পিআরএলে যাওয়ার আগপর্যন্ত সর্বশেষ প্রাপ্ত মূল বেতনের ভিত্তিতে বর্ণিত গ্রেডভিত্তিক হারে 'বিশেষ সুবিধা' পাবেন। আর পেনশন পুনঃস্থাপনকৃত কর্মচারীরা সরকার থেকে পেনশন গ্রহণকারী কর্মচারীদের পেনশনের বিদ্যমান অংশের ওপর বর্ণিত গ্রেডভিত্তিক হারে বিশেষ সুবিধা পাবেন।

তবে সকল পেনশনভোগী এই সুবিধা পাবেন না। যেসব অবসরগ্রহণকারী কর্মচারী মোট পেনশনের ১০০ শতাংশ; অর্থাৎ সম্পূর্ণ অংশ সমর্পণ করে এককালীন আনুতোষিক উত্তোলন করেছেন এবং এখনো পেনশন পুনঃস্থাপনের উপযুক্ত হননি, তারা এই সুবিধা পাবেন না। এছাড়া, বিনা বেতনে ছুটিতে থাকা কর্মচারীরাও এই বিশেষ সুবিধা পাবেন না।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত