ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২

নতুন ভিসি পেল আরেক বিশ্ববিদ্যালয়

ডুয়া নিউজ- বিশ্ববিদ্যালয়
২০২৫ জুন ২৩ ২০:২৮:১৬
নতুন ভিসি পেল আরেক বিশ্ববিদ্যালয়

স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভাইস চ্যান্সেলর (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান।

রবিবার (২২ জুন) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ধারা ৩১ (১) অনুযায়ী অধ্যাপক ড. মো. আখতার হোসেন খানকে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভিসি পদে তিন শর্তে নিয়োগ প্রদান করা হলো।

ড. মো. আখতার হোসেন খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের গ্রেড-১ পদমর্যাদার একজন অবসরপ্রাপ্ত অধ্যাপক।

তিনি চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলায় জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবনের শুরুতে তিনি কুমিল্লার মুরাদনগর উচ্চবিদ্যালয় থেকে এসএসসি এবং চট্টগ্রাম সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকাবিজ্ঞান বিভাগে ভর্তি হন এবং সেখান থেকে প্রথম শ্রেণিতে অনার্স এবং প্রথম শ্রেণিতে প্রথম স্থানসহ মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

উচ্চশিক্ষার জন্য তিনি যুক্তরাষ্ট্রের কানসাস স্টেট ইউনিভার্সিটিতে গমন করেন, যেখানে তিনি পিএইচডি ও পোস্ট-ডক্টরাল ফেলোশিপ সম্পন্ন করেন। সেখানে অধ্যয়নকালে তিনি নীল ও ফ্লোরেন্স ই. মোরহাউস গ্র্যাজুয়েট স্কলারশিপ, রস্কো এলিস জুনিয়র গ্র্যাজুয়েট স্কলারশিপসহ একাধিক আন্তর্জাতিক স্কলারশিপ অর্জন করেন। পাশাপাশি তিনি কানসাস স্টেট ইউনিভার্সিটির ছাত্র সংসদের গ্র্যাজুয়েট সিনেটর, আন্তর্জাতিক সমন্বয় পরিষদের ভাইস প্রেসিডেন্ট, বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং ইসলামিক সেন্টার অব ম্যানহাটনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিএনপিপন্থী শিক্ষক রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত তিনি।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত