ঢাকা, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২
বর্তমান ইসিকে সতর্ক করলেন বিএনপি নেতা

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নূরুল হুদাকে জুতার মালা পরিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে স্বেচ্ছাসেবক দলের নেতারা। এটা নিয়ে পক্ষে-বিপক্ষে আলোচনা ও সমালোচনা শুরু হলেও জোর করে নির্বাচন করার পরিণতি সম্পর্ক বর্তমান নির্বাচন কমিশনকে (ইসি) সর্তক করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুক।
সোমবার (২৩ জুন) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে এ সতর্কবার্তা দেন তিনি।
সমাবেশে বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক বলেন, "জোর করে কেউ আর ক্ষমতা দখল করতে পারবেন না তার প্রমাণ গতকালকে দুই সাবেক প্রধান নির্বাচন কমিশনারের গ্রেফতার। তাই নির্বাচন কমিশন সাংবিধানিক কমিশন। অতীতে শেখ হাসিনা কাজ করতে দেয়নি তার ফল কী? জেলখানা। তার ফল কী? মামলা।"
তিনি বলেন, "তাই আপনাকে (নির্বাচন কমিশনার) উদ্দেশ্যে করে বলতে চাই, এখন হাসিনা (শেখ হাসিনা) নাই, এরশাদ (সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ) নাই, এখন হারুন (সাবেক ডিবি প্রধান হারুন অর রশীদ) নাই, বিপ্লব (সাবেক ডিএমপির উপ-কমিশনার বিপ্লব কুমার সরকার) নাই। এখন বাংলাদেশে আছে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের মতো একজন সজ্জন ব্যক্তি যে ব্যক্তিটির অধীনে একটা নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হোক। বিপ্লবের সঙ্গে যে দল সহযোগিতা করে বিপ্লব সফল করেছে সেই দল অন্যান্যা সংগ্রামী দলগুলোকে নিয়ে আগামীতে সুষ্ঠু নির্বাচন হবে এটাই প্রত্যাশা।"
সাবেক প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল ও কেএম নুরুল হুদার গ্রেফতারের ঘটনায় বিএনপির এই নেতা বলেন, "গতকালকের এ প্রশংসিত যে কাজটি করেছেন তৃণমূল নাগরিক আন্দোলনের পক্ষ থেকে বাংলাদেশের একাত্তরের একজন যোদ্ধার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। গতকাল গভীর রাতে দেখতে পেলাম হাবিবুল আউয়াল সাহেবকে গ্রেফতার করা হয়েছে। আমি আইন প্রয়োগকারী সংস্থার হাতে যারা গ্রেফতার হয়েছেন আমার বিশ্বাস আইনের আওতায় তাদের বিচার হবে। সেই বিচার আল্লাহপাক এবং বিচারকরাই জানেন।"
জয়নুল আবদিন ফারুক বলেন, "এখন আরও একজন বাকি আছে। শুধু বাকি থেকে গ্রেফতার নয়, যারা আমাদের দেশের ভোটাধিকারকে আমার ভোটের প্রয়োগকে, ভোটের দিনকে, ভোটে যাওয়ার পথকে রুদ্ধ করে দিয়েছিল এ তিনজনের সঙ্গে যারা সহকারী হিসেবে ছিলেন তাদেরকেও আইনের আওতায় আনতে হবে।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বল্প মূল্যে কম্পিউটার স্কিল ট্রেনিং কোর্সে ভর্তির সুযোগ, আসন সীমিত
- ডুয়া নিউজের বিশেষ প্রতিযোগিতা, পুরস্কার ১ লক্ষ ৫০ হাজার টাকা!
- চলতি সপ্তাহে বেক্সিমকোর ফ্লোর প্রাইস ওঠার সম্ভাবনা
- শেয়ারবাজারে তানিয়া শারমিন ও মাহবুব মজুমদার ৫ বছরের জন্য নিষিদ্ধ
- শেয়ারবাজারের ৩ প্রতিষ্ঠানের ২৯৬ কোটি টাকা মানি লন্ডারিং
- শেয়ারের অস্বাভাবিক দামের জন্য ডিএসইর সতর্কবার্তা
- ঢাবি অ্যালামনাই ও নিউ হরাইজন কানাডিয়ান স্কুলের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- জুলাই স্মৃতি জাদুঘর: টেন্ডার ছাড়াই ১১১ কোটি টাকার কাজ পেল দুই প্রতিষ্ঠান
- ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তার
- ইপিএস ঘোষণার তারিখ জানাল দুই কোম্পানি
- ঢাবির জিয়া হলে ‘ক্যারিয়ার টক’ অনুষ্ঠিত
- শেয়ারের অস্বাভাবিক দাম নিয়ে ডিএসইর সতর্কতা
- ডিভিডেন্ড পেয়েছে চার কোম্পানির বিনিয়োগকারীরা
- ‘শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই’
- শেয়ার কারসাজিকারীদের শাস্তি ১০ বছর করার প্রস্তাব