ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২
বর্তমান ইসিকে সতর্ক করলেন বিএনপি নেতা

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নূরুল হুদাকে জুতার মালা পরিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে স্বেচ্ছাসেবক দলের নেতারা। এটা নিয়ে পক্ষে-বিপক্ষে আলোচনা ও সমালোচনা শুরু হলেও জোর করে নির্বাচন করার পরিণতি সম্পর্ক বর্তমান নির্বাচন কমিশনকে (ইসি) সর্তক করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুক।
সোমবার (২৩ জুন) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে এ সতর্কবার্তা দেন তিনি।
সমাবেশে বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক বলেন, "জোর করে কেউ আর ক্ষমতা দখল করতে পারবেন না তার প্রমাণ গতকালকে দুই সাবেক প্রধান নির্বাচন কমিশনারের গ্রেফতার। তাই নির্বাচন কমিশন সাংবিধানিক কমিশন। অতীতে শেখ হাসিনা কাজ করতে দেয়নি তার ফল কী? জেলখানা। তার ফল কী? মামলা।"
তিনি বলেন, "তাই আপনাকে (নির্বাচন কমিশনার) উদ্দেশ্যে করে বলতে চাই, এখন হাসিনা (শেখ হাসিনা) নাই, এরশাদ (সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ) নাই, এখন হারুন (সাবেক ডিবি প্রধান হারুন অর রশীদ) নাই, বিপ্লব (সাবেক ডিএমপির উপ-কমিশনার বিপ্লব কুমার সরকার) নাই। এখন বাংলাদেশে আছে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের মতো একজন সজ্জন ব্যক্তি যে ব্যক্তিটির অধীনে একটা নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হোক। বিপ্লবের সঙ্গে যে দল সহযোগিতা করে বিপ্লব সফল করেছে সেই দল অন্যান্যা সংগ্রামী দলগুলোকে নিয়ে আগামীতে সুষ্ঠু নির্বাচন হবে এটাই প্রত্যাশা।"
সাবেক প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল ও কেএম নুরুল হুদার গ্রেফতারের ঘটনায় বিএনপির এই নেতা বলেন, "গতকালকের এ প্রশংসিত যে কাজটি করেছেন তৃণমূল নাগরিক আন্দোলনের পক্ষ থেকে বাংলাদেশের একাত্তরের একজন যোদ্ধার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। গতকাল গভীর রাতে দেখতে পেলাম হাবিবুল আউয়াল সাহেবকে গ্রেফতার করা হয়েছে। আমি আইন প্রয়োগকারী সংস্থার হাতে যারা গ্রেফতার হয়েছেন আমার বিশ্বাস আইনের আওতায় তাদের বিচার হবে। সেই বিচার আল্লাহপাক এবং বিচারকরাই জানেন।"
জয়নুল আবদিন ফারুক বলেন, "এখন আরও একজন বাকি আছে। শুধু বাকি থেকে গ্রেফতার নয়, যারা আমাদের দেশের ভোটাধিকারকে আমার ভোটের প্রয়োগকে, ভোটের দিনকে, ভোটে যাওয়ার পথকে রুদ্ধ করে দিয়েছিল এ তিনজনের সঙ্গে যারা সহকারী হিসেবে ছিলেন তাদেরকেও আইনের আওতায় আনতে হবে।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- হলে ঢাবি ছাত্রীর হঠাৎ অসুস্থতা, হাসপাতালে মৃত্যু
- মার্জিন ঋণে মিউচুয়াল ফান্ড ও বন্ডে বিনিয়োগ করা যাবে না
- ‘পদত্যাগ করতে পারেন ড. ইউনূস’
- বিদেশি বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে পাঁচ শেয়ার
- শেয়ারবাজারের ৬ ব্যাংকের রেকর্ড মুনাফা, ৫ ব্যাংকের লোকসান
- ঢাবির হলে 'গাঁ’জার আসর', চার শিক্ষার্থীকে আটক
- ১২ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৯ খবর
- মার্জিন ঋণ নিয়ে গুজব: ফের অস্থির শেয়ারবাজার
- দুই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা জারি
- বাংলাদেশ ব্যাংকের ‘লাল তালিকা’য় ২০ আর্থিক প্রতিষ্ঠান
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- বেক্সিমকো-বেক্সিমকো ফার্মাসহ চার ব্যক্তি-এক প্রতিষ্ঠানকে জরিমানা-সতর্ক
- সামিটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কিনছে আরব আমিরাতের কোম্পানি
- বেসরকারি হাসপাতাল মালিকদের নতুন কমিটির অভিষেক শনিবার
- বিসিএসে স্বতন্ত্র বিভাগে অন্য বিভাগ অন্তর্ভুক্তির প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ