ঢাকা, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

দেশে ফিরতে ইচ্ছুক ৯২ জন

প্রথম ধাপে তেহরান থেকে ফিরছেন ২৫ বাংলাদেশি

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুন ২২ ১৬:৪৫:২৪
প্রথম ধাপে তেহরান থেকে ফিরছেন ২৫ বাংলাদেশি

ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার কারণে তেহরানে অবস্থানরত বাংলাদেশিদের দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। ইতোমধ্যে দেশে ফিরতে ইচ্ছুক ৯২ বাংলাদেশির একটি তালিকা পাকিস্তান সরকারের কাছে পাঠিয়েছে বাংলাদেশ। এ প্রক্রিয়ার অংশ হিসেবে তারা ইরান-পাকিস্তান সীমান্ত অতিক্রম করে পাকিস্তানে প্রবেশ করবেন। পরে দুবাই হয়ে তারা ঢাকায় ফিরবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, পাকিস্তান সীমান্ত দিয়ে বাংলাদেশিদের প্রবেশে পাকিস্তান সরকার অনুমতি দিয়েছে। তেহরানে অবস্থানকারী বাংলাদেশিদের মধ্যে যারা দেশে ফিরতে চান, তাদের তালিকা পাকিস্তানকে হস্তান্তর করা হয়েছে। প্রথম ধাপে ২৫ জনকে ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে। এদের মধ্যে নারী, শিশু, অসুস্থ ব্যক্তি এবং চিকিৎসাসেবায় ইরানে যাওয়া নাগরিকরা অগ্রাধিকার পাবেন।

এক কূটনৈতিক সূত্র জানিয়েছে, চলতি সপ্তাহের শেষদিকে—সম্ভবত ২৫ বা ২৬ জুন—তেহরান থেকে প্রথম ধাপের বাংলাদেশিরা পাকিস্তানে প্রবেশ করবেন। প্রবেশের ৭২ ঘণ্টার মধ্যে তাদের পাকিস্তান ছাড়তে হবে।

বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, “আমরা দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশিদের নিরাপদে ফিরিয়ে আনার চেষ্টা করছি। তেহরানের বাংলাদেশ দূতাবাস আগ্রহীদের জড়ো করছে। সময় ও তারিখ নির্ধারণ সাপেক্ষে তারা দেশে ফিরতে পারবেন।”

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত