ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২
ভিডিও ফাঁস করার বিষয়ে মুখ খুলেছেন শরীয়তপুরের সেই ডিসি

শরীয়তপুরের আলোচিত সাবেক জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আশরাফ উদ্দিন তার আপত্তিকর ভিডিও ভাইরালের বিষয়ে অবশেষে মুখ খুলেছেন। তার অভিযোগ, ভিডিওতে থাকা ওই নারী প্রেমের ফাঁদে ফেলে তার কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায়ের চেষ্টা করছিলেন এবং টাকা না পেয়ে পুরোনো ভিডিও ও ছবি ফাঁস করেছেন।
জানা গেছে, ভিডিওতে থাকা ওই নারী টাঙ্গাইল সদর উপজেলার বাসিন্দা এবং ঢাকার মিরপুর এলাকায় স্বামীর সঙ্গে থাকতেন। অন্যদিকে, ডিসি আশরাফ উদ্দিন ওই নারীর স্বামীর বড় বোনের জামাই। এই পারিবারিক সম্পর্কের সূত্র ধরেই তাদের মধ্যে ঘনিষ্ঠতা গড়ে ওঠে এবং এক পর্যায়ে সম্পর্ক পরকীয়ার দিকে গড়ায়।
ঘটনাটি মীমাংসার চেষ্টাকারী শরীয়তপুরের এক আইনজীবী জানান, সম্পর্কের জের ধরে এক পর্যায়ে ওই নারী ডিসির কাছে পাঁচ কোটি টাকা দাবি করেন। ডিসি এই টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তিনি ভিডিও ফাঁস করেন। ডিসি আশরাফ উদ্দিনের দাবি, তিনি ব্ল্যাকমেলের শিকার হয়ে ওই নারীকে মাসিক ভিত্তিতে টাকা দিতেন। এর প্রমাণ হিসেবে ব্যাংকের মাধ্যমে এক লাখ টাকা জমারও তথ্য রয়েছে বলে তিনি জানান।
শনিবার (২১ জুন) জেলা প্রশাসক আশরাফ উদ্দিন গণমাধ্যমকে বলেন, "সম্পর্কের সূত্র ধরে ওই নারী বিভিন্ন সময় ব্ল্যাকমেল করে আসছিলেন। এক পর্যায়ে বড় অঙ্কের টাকা দাবি করেন, যা আমার পক্ষে দেওয়া সম্ভব ছিল না। পরে তিনি এক আইনজীবীর মাধ্যমে আমাকে চাপ দেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে পুরোনো কিছু ভিডিও ও ছবি ভাইরাল করেন।"
অভিযুক্ত ডিসি আরও বলেন, "ডিসি পোস্টিংয়ের পর থেকে টাকা দেওয়ার জন্য চাপ বাড়তে থাকে। পরিস্থিতি সামাল দিতে মাসে মাসে কিছু টাকা দিতে বাধ্য হয়েছিলাম। এখন আমি আইনজীবীর সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেব।"
অন্যদিকে, অভিযুক্ত নারী গণমাধ্যমে অভিযোগ করে বলেন, "ডিসি আমার নিকটাত্মীয়। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমাকে ডিভোর্স করিয়েছেন। আমার সংসার ও সামাজিক অবস্থান ধ্বংস করেছেন। এখন বিয়ে না করে উল্টো হুমকি দিচ্ছেন।"
ডিসির সমর্থনকারী এক আইনজীবী বলেন, "ওই নারী অভিযোগ করেন যে, ডিসি তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্ক করেছেন, পরে কথা রাখছেন না। আমি মধ্যস্থতার চেষ্টা করি। বিয়েতে রাজি না হলে ওই নারী পাঁচ কোটি টাকা দাবি করেন। পরে এককালীন টাকা না পেয়ে মাসে মাসে এক লাখ টাকা চাওয়া শুরু করেন। ডিসি কিছু অর্থ দিলেও শেষ পর্যন্ত পুরো টাকা দিতে রাজি না হলে ভিডিও ফাঁস করা হয়।"
ওই আইনজীবি আরও বলেন, "কারো ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়া পর্নোগ্রাফি আইনের ৮ ধারায় অপরাধ। এ বিষয়ে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- হলে ঢাবি ছাত্রীর হঠাৎ অসুস্থতা, হাসপাতালে মৃত্যু
- মার্জিন ঋণে মিউচুয়াল ফান্ড ও বন্ডে বিনিয়োগ করা যাবে না
- ‘পদত্যাগ করতে পারেন ড. ইউনূস’
- বিদেশি বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে পাঁচ শেয়ার
- শেয়ারবাজারের ৬ ব্যাংকের রেকর্ড মুনাফা, ৫ ব্যাংকের লোকসান
- ঢাবির হলে 'গাঁ’জার আসর', চার শিক্ষার্থীকে আটক
- ১২ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৯ খবর
- মার্জিন ঋণ নিয়ে গুজব: ফের অস্থির শেয়ারবাজার
- বাংলাদেশ ব্যাংকের ‘লাল তালিকা’য় ২০ আর্থিক প্রতিষ্ঠান
- দুই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা জারি
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- বেক্সিমকো-বেক্সিমকো ফার্মাসহ চার ব্যক্তি-এক প্রতিষ্ঠানকে জরিমানা-সতর্ক
- ভালুকায় প্রথম পাঁচতারা হোটেল চালু করছে বেস্ট হোল্ডিংস
- সামিটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কিনছে আরব আমিরাতের কোম্পানি
- বেসরকারি হাসপাতাল মালিকদের নতুন কমিটির অভিষেক শনিবার